Murshidabad: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম না দেওয়ার অভিযোগ, তুমুল বিক্ষোভ
Murshidabad:অভিযোগ, সোমবার থেকে বন্ধ রয়েছে আইসিডিএস সেন্টারে ডিম ও খিচুড়িতে সবজি দেওয়া। আজও সেই চিত্রটা একই। ডিম না পেয়ে ক্ষোভ অভিভাবকদের। ফুলকুমারী নামের এক আইসিডিএস কর্মী বলেন, "তিন মাস থেকে আমাদের টাকা বন্ধ হয়ে পড়ে রয়েছে।
মুর্শিদাবাদ: আবারও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে উঠল অভিযোগ। শিশুদের দেওয়া হচ্ছে না ডিম। খিচুড়িতেও নেই সবজি। এরপরই ক্ষোভ উগরে দিলেন অভিভাবকরা।
মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের প্রায় ৩০০-র বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বন্ধ রয়েছে ডিম পরিষেবা। অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, তিন মাসের টাকা তাদেরকে দেওয়া হয়নি। যার ফলে খিচুড়িতে সবজি ও ডিম না দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।
অভিযোগ, সোমবার থেকে বন্ধ রয়েছে আইসিডিএস সেন্টারে ডিম ও খিচুড়িতে সবজি দেওয়া। আজও সেই চিত্রটা একই। ডিম না পেয়ে ক্ষোভ অভিভাবকদের। ফুলকুমারী নামের এক আইসিডিএস কর্মী বলেন, “তিন মাস থেকে আমাদের টাকা বন্ধ হয়ে পড়ে রয়েছে। একাধিকবার জানিয়েও কোনও সুরাহা মেলেনি। আমরা টাকা না পেলে কীভাবে বাচ্চাদের ডিম দেব।” হরিহরপাড়ার সিডিপিও সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছিল। তিনি দ্রুত সমস্যা সমাধানের আশা দিয়েছেন।