Murshidabad: তালিকা কি ক্রমেই দীর্ঘ হচ্ছে? সরকারের পুজো অনুদান ফেরাল আরও এক ক্লাব
Murshidabad: জানা যাচ্ছে, রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অনুদান না নেওয়ার বিষয় জানিয়েছেন পুজো কমিটির সভাপতি কল্পনা ঘোষ। তিনি জানান, "মহিলা জুনিয়ার চিকিৎসককে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে সবাই পথে নেমেছে।"
মুর্শিদাবাদ: হুগলির পর তালিকায় এবার মুর্শিদাবাদ। আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে সরকারি অনুদান না নেওয়ার পথে আরও এক পুজো কমিটি। জানা যাচ্ছে, মুর্শিদাবাদের লালগোলার কৃষ্ণপুর সন্ন্যাসীতলা মহিলা দুর্গোৎসব কমিটি রাজ্য সরকারের দেওয়া অনুদান ফিরিয়েছে।
জানা যাচ্ছে, রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অনুদান না নেওয়ার বিষয় জানিয়েছেন পুজো কমিটির সভাপতি কল্পনা ঘোষ। তিনি জানান, “মহিলা জুনিয়ার চিকিৎসককে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে সবাই পথে নেমেছে। সেখানে আমরা মহিলা পুজো কমিটি আরজি করের ঘটনাকে ধিক্কার জানাতেই রাজ্য সরকারের পুজোর অনুদান প্রত্যাখ্যান করলাম।”
প্রসঙ্গত, এর আগে হুগলির উত্তরপাড়ার ভদ্রকালীর মহিলা পরিচালিত বৌঠান সংঘ পুজোর অনুদান ফিরিয়েছিল। শুধু বৌঠান সংঘ নয়, প্রায় তিনটি পুজো অনুদান ফেরায়। তারপর কোন্নগরে পুজোর অনুদান বয়কট করা হয়। মাইক প্রচার করে চলে ঘোষণা। টোটোয় মাইক বেঁধে ফ্লেক্স ছাপিয়ে প্রচার করে অনুদান বয়কটের কথা প্রচার করেন পুজো কমিটির সদস্যরা। আর এবার সেই তালিকায় যুক্ত হল মুর্শিদাবাদ।