BSF: বাইকের মধ্যেই লুকিয়ে আনছিল সোনা, সবটা ধরে নিল BSF
BSF: এরপর সকাল দশটা নাগাদ ফিরোজপুর গ্রামে এক ব্যক্তিকে সাইকেল চালিয়ে আসতে দেখেন তাঁরা। তখনই ওই ব্যক্তিকে থামান। এরপর তল্লাশি চালাতে শুরু করেন। এরপর ওই বাইক আরোহীর চাকার ভিতর থেকে দুটি সোনার বিস্কুট ও দুটি সোনার টুকরো উদ্ধার করে তারা। এরপরই আর বুঝতে অসুবিধা হয়নি কারও।

মুর্শিদাবাদ: আবারও সোনা পাচারের চেষ্টা। আর সেই চেষ্টা সফলভাবে ব্যর্থ করল বিএসএফ (BSF)। একটি মোটরসাইকেলের ভিতর থেকে ৫৫ লক্ষ টাকারও বেশি বেআইনি সোনা উদ্ধার করে পাচারকারীরা। ধৃতদের আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ শনিবার। মুর্শিদাবাদ জেলার বয়রাঘাট সীমান্তে বিএসএফের ৭১তম ব্যাটালিয়নের জওয়ানরা তল্লাশি চালাতে শুরু করেন। কারণ তাঁদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে সোনা পাচার হবে। সেই কারণেই ক্রমাগত তাঁরা তল্লাশি চালাতে শুরু করেন।
এরপর সকাল দশটা নাগাদ ফিরোজপুর গ্রামে এক ব্যক্তিকে সাইকেল চালিয়ে আসতে দেখেন তাঁরা। তখনই ওই ব্যক্তিকে থামান। এরপর তল্লাশি চালাতে শুরু করেন। এরপর ওই বাইক আরোহীর চাকার ভিতর থেকে দুটি সোনার বিস্কুট ও দুটি সোনার টুকরো উদ্ধার করে তারা। এরপরই আর বুঝতে অসুবিধা হয়নি কারও।
অভিযুক্তকে আটক করেন জওয়ানরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই ব্যক্তি রঘুনাথগঞ্জ থানা এলাকার বাসিন্দা। বাইকটি তাঁকে অন্য একজন স্থানীয় ব্যক্তি দিয়েছিলেন। তিনি সেটা আরও একজনকে দিলেন। এই কাজের বিনিময়ে তাঁকে দু’হাজার টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৪৬১.২৯০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৫৫,৩৫,৪৮০ টাকা।
এ দিকে, শুধু সোনা নয়, একই সঙ্গে SIR আবহে গ্রেফতার হয়েছেন অনেক বাংলাদেশিও। আজ কাল-পরশু মিলিয়ে প্রায় ৯৪ জন বাংলাদেশিকে আটক করেছেন বিএসএফ জওয়ানরা। তাঁরা আবার প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এসআইআর আবহে চুপিচুপি দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন। তবে তাঁর আগেই জওয়ানদের হাতে গ্রেফতার।
