AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: ‘সেদিন হুমায়ুন ভাল ছিল, আজ খারাপ হয়ে গেল?’, প্রশ্ন তুললেন অধীর

Adhir on Humayun: কংগ্রেস নেতা তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী দাবি করেছেন, গত লোকসভা নির্বাচনের সময় তাঁকে হারানোর জন্য হুমায়ুনকে ব্যবহার করা হয়েছিল। ওই সময় হুমায়ুন যে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তা তৃণমূলই তাঁকে দিয়ে করিয়েছিল।

Humayun Kabir: 'সেদিন হুমায়ুন ভাল ছিল, আজ খারাপ হয়ে গেল?', প্রশ্ন তুললেন অধীর
| Edited By: | Updated on: Dec 05, 2025 | 12:38 PM
Share

মুর্শিদাবাদ: তৃণমূলের শৃঙ্খলা-রক্ষা কমিটি বৃহস্পতিবার হুমায়ুনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল বিধায়ক তথা দলের মুর্শিদাবাদের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম দাবি করেছেন, যেভাবে হুমায়ুন বিদ্রোহী হয়ে উঠেছেন, তার পিছনে হাত থাকতে পারে বিজেপির। বিজেপি ভোটের আগে অভিসন্ধি করেছে বলে দাবি করেছে শাসক দল। আর এই মন্তব্যের পরই প্রশ্ন তুলছে বাম-কংগ্রেস। এতদিন তৃণমূল কেন চুপ ছিল উঠছে সেই প্রশ্নও।

কংগ্রেস নেতা তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী দাবি করেছেন, গত লোকসভা নির্বাচনের সময় তাঁকে হারানোর জন্য হুমায়ুনকে ব্যবহার করা হয়েছিল। ওই সময় হুমায়ুন যে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তা তৃণমূলই তাঁকে দিয়ে করিয়েছিল। সেই মন্তব্য নিয়ে আইপ্যাক হিন্দু অধ্যুষিত গ্রামে গিয়ে প্রচার শুরু করেছিল বলেও দাবি অধীরের। সেই মন্তব্যই নাকি বিজেপিকে আসন পেতে সাহায্য করেছিল।

অধীর চৌধুরী বলেন, “সেদিন হুমায়ুন যে কাজ করেছে, তা মমতার ইশারায় করেছে। আজ হুমায়ুন খারাপ হয়ে গেল! ব্যবহার কর আর ফেলে দাও, এটাই ওদের নীতি।”

একই বক্তব্য বামেদেরও। মুর্শিদাবাদে সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, “মহম্মদ সেলিম ও অধীর চৌধুরীকে হারানোর জন্য ২০২৪ সালে হুমায়ুনকে দিয়ে মেরুকরণের রাজনীতি করানোর জন্য ৩০ শতাংশ-৭০ শতাংশ মন্তব্য করিয়েছিল। এখন বিজেপির দোষ দিলে হবে না।”

উল্লেখ্য, হুমায়ুন কী কারণে বিদ্রোহী হয়ে উঠেছেন, তা স্পষ্ট নয়। তবে, জেলায় যে বাম-কংগ্রেসের জমি শক্ত হচ্ছে, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। হুমায়ুনকে সরালে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের আদৌ কোনও লাভ হবে কি না, সেটাও এখনও স্পষ্ট নয়।