Murshidabad Chaos: ভরা রাস্তায় হাতে লাঠি নিয়ে ব্যবসায়ীদের দু’পক্ষের মধ্যে বেধড়ক মার, রণক্ষেত্র বেলডাঙা
Murshidabad: জানা গিয়েছে, পুরানো বিবাদের জেরে দুই পক্ষের হাতাহাতি। গোটা ঘটনায় আহত প্রায় ছয় জন।
মুর্শিদাবাদ: কারোও হাতে বাঁশ, কারোও হাতে লাঠি। চলছে বেধড়ক প্রহার। একে অন্যের উপর চলছে লাগাতার মার। পারিবারিক বিবাদের জেরে দুই পক্ষের হাতাহাতি। গোটা ঘটনায় আহত ছয়জন। মুর্শিদাবাদের বেলডাঙা থানার কাপাসডাঙার ঘটনা। সেই ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, পুরানো বিবাদের জেরে দুই পক্ষের হাতাহাতি। গোটা ঘটনায় আহত প্রায় ছয় জন। তাঁরা হলেন মকবুল মণ্ডল, আনসারুল শেখ ও সানারুল শেখ। জানা গিয়েছে, গোটা ঘটনায় অভিযোগের তীর জাববারুলের গোষ্ঠী বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, ভীন রাজ্যে ব্যবসা করত দুই পক্ষ। সেখানে টাকা পয়সা নিয়ে বিবাদ শুরু হয়। গতকাল সেই বিবাদ নিয়ে দুই পক্ষের হাতাহাতিতে লাঠি ও বাঁশ দিয়ে মারধর শুরু হয়।
আহত এক ব্যক্তি বলেন, “আমার শ্বশুর মারা গিয়েছেন আজ চার-পাঁচদিন হল। আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। সেই সময় হঠাৎ আমার উপর হামলা চালায়। বিহারে কাজে গিয়েছিলাম। তখন ঝামেলা চলছিল ওদের সঙ্গে। তবে ঝামেলা মিটে যায়। এরপর হঠাৎ ওরা গতকাল হামলা চালায়।”