Bike Accident : নাবালক হয়ে বাইক চালানোর ফল! লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই
Bike Accident : তিন নাবালক বাইক আরোহীর সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত দুই নাবালক। অপর এক নাবালক সাগরদীঘি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
সাগরদীঘি : বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্য়ু হল দুই নাবালকের। আহত হয়েছে আরও এক নাবালক। মৃতদের নাম আনসারুল মল্লিক(১২) ও ইসমাইল সেখ(১১)। সাগরদীঘির ঘটনা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। পাশাপাশি একাধিক প্রশ্নও উঠেছে। নাবালক হয়ে বাইক চালানোর লাইসেন্স কীভাবে পেল তারা। এই ঘটনায় আরও একবার পুলিশ প্রশাসনের নজরদারির অভাব ও গাফিলতির অভিযোগ উঠেছে।
সূত্র মারফত জানা গিয়েছে, সাগরদীঘির বয়ার ও হলদি এলাকায় বাইকে করে তিন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিল। তারা তিনজনেই নাবালক। সাগরদীঘির হরহরি নিমতাল মোড়েই ঘটল বিপত্তি। সেখানেই বিপরীত দিক থেকে একটি লরি আসে। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর লরিতে মুখোমুখি ধাক্কা মারে। এর ফলে আহত হয় তিন বাইক আরোহী। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে আসেন সাগরদীঘি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারাও সেখানে উপস্থিত হন। স্থানীয় বাসিন্দা ও সাগরদীঘি থানার পুলিশের তৎপরতায় আহতদের সাগরদীঘি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। এদিকে আশঙ্কাজনক অবস্থায় নাজিমুল মল্লিক (১৬) নামের আহত বাইক আরোহীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করেছে সাগরদীঘি থানার পুলিশ।
এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেছেন, “ওরা তিনজন মিলে ঘুরতে বেরিয়েছিল। বাড়িতে কেউ জানে না যে মোটরসাইকেল নিয়ে বাচ্চা ছেলে গিয়েছে। সাগরদীঘি থেকে বাড়ি ফিরছিল। তখনি লরির মুখোমুখি গিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় দু’জন ছেলে মারা গিয়েছে।” এদিনের এই দুর্ঘটনায় প্রশ্ন উঠছে পরিবার ও প্রশাসনের দিকে। কীভাবে কোনও পরিবার নাবালকদের হাতে বাইক তুলে দিচ্ছে। এবং নিয়ম অনুযায়ী কোনও নাবালকের বাইকের লাইসেন্স পাওয়ার কথা নয়। সেক্ষেত্রে পুলিশ ও ট্রাফিক পুলিশের চোখে ধূলো দিয়ে কীভাবে রাস্তায় বাইক চালাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।