Murshidabad: টার্গেট করা হত বয়স্ক থেকে মহিলাদের! গ্যাঙের কীর্তি ফাঁস
Murshidabad: বীজপুর হালিশহর কুখ্যাত গ্যাঙের সদস্য রয়েছে। জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে ব্যাঙ্ক গ্রাহকদের বিশেষ করে বয়স্ক এবং মহিলাদের টার্গেট করে তারা। খড়্গপুর, টিটাগড় এবং অন্যান্য জায়গায় তাদের গ্রেফতার করা হয়েছে বলেও স্বীকার করেছে তারা।
মুর্শিদাবাদ: আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত ডাকাত গ্যাঙের ৩ সদস্য গ্রেফতার। সূত্রের খবর বীজপুর হালিশহর কুখ্যাত গ্যাঙের সদস্য ছিল এই ধৃতরা। ডোমকলে নাকা চেকিং অভিযান চালানোর সময় বাইকে যাওয়া তিন ব্যক্তিকে সন্দেহ হয় পুলিশের, তারপরেই জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল। তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিদের নাম সাহুল সিং, তার বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহর এলাকায়, ও শেখ কালামুদ্দিন, বাড়ি উত্তর ২৪ পরগনার বীজপুর এলাকায় এবং মানিক সিং, বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহর এলাকায়। ধৃত তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেই জানতে পারে ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন দোকানে ডাকাতি সহ বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিল তারা।
বীজপুর হালিশহর কুখ্যাত গ্যাঙের সদস্য রয়েছে। জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে ব্যাঙ্ক গ্রাহকদের বিশেষ করে বয়স্ক এবং মহিলাদের টার্গেট করে তারা। খড়্গপুর, টিটাগড় এবং অন্যান্য জায়গায় তাদের গ্রেফতার করা হয়েছে বলেও স্বীকার করেছে তারা। আজ শুক্রবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয় ওই ধৃত ব্যক্তিদের। তবে এই কুখ্যাত ডাকাতের দল মুর্শিদাবাদের তথা ডোমকলে কী উদ্দেশ্যে এসেছে, এদের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।