মুর্শিদাবাদ: সামসেরগঞ্জ বিস্ফোরণকাণ্ডে মৃত্যু হল এক মহিলার। সামশেরগঞ্জ নোয়াপাড়া গ্রামে বাড়িতে বিস্ফোরণের ঘটনায় মৃত মহিলার নাম সেরিনা বিবি। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে বাড়ির মালিককে।
বিড়ি বাঁধার সময় ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের ন’পাড়া এলাকা। শনিবার সকালে এই ঘটনা ঘটে। সামশেরগঞ্জের দোগাছি ন’পাড়ার এই বিস্ফোরণে ওই বাড়িতে ফাটল দেখা দেয়। ভেঙে পড়ে বাড়ির দেওয়ালের একাংশ। এই ঘটনায় জখম হয়েছিলেন ওই মহিলা। তাঁর মাথার পিছনে ভাঙা দেওয়ালের ইটের টুকরো খসে এসে লাগে। এই বাড়িতে বিস্ফোরক মজুত ছিল কি না তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জের পুলিশ।
সামসশেরগঞ্জ থানার দোগাছি ন’পাড়া অঞ্চলের ন’পাড়া গ্রামে ওই বাড়িতে বিড়ি বাঁধার কাজ দীর্ঘদিন ধরেই হত। ওই এলাকায় একাধিক বাড়িতে বিড়ি বাঁধা হয়। স্থানীয়রা জানান, সেখানকার কাজল শেখ ওরফে কাজলু শেখ নামে এক ব্যক্তির বাড়িতে শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে। বাড়ির মেয়ে বউরা বিড়ি বাঁধার কাজ করেন। প্রতিদিনের মতো এদিন সকালেও হাতের কাজ সেরে বিড়ি বাঁধতে বসেছিলেন তাঁরা। এরই মধ্যে কিছু একটা বিস্ফোরণের আওয়াজ পান এলাকার লোকজন। ছুটে এসে দেখেন ওই বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। দরজা ঠেলে বাড়িতে ঢুকেই দেওয়ালে ফাটল, ছাদের একাংশ খসে পড়ার ছবি দেখা যায়।
স্থানীয়রা জানান, সকালে বিড়ি বাঁধা চলছিল স্থানীয় কাজল শেখের বাড়িতে। তখনই এই ঘটনা। তাঁদের অনুমান সিলিন্ডার ফেটেই এই ঘটনা। এদিকে বিস্ফোরণের তীব্রতায় বাড়ির দেওয়াল, ছাদেও ফাটল ধরে। যদিও পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। নিছক দুর্ঘটনা নাকি এই বিস্ফোরণের পিছনে অন্য কোনও কারণ রয়েছে সবদিক খোলা রেখেই চলছে তদন্ত।
আরও পড়ুন: উঠত-বসতে হত কথা মেনে, ১৫ বছরের দাম্পত্যে স্ত্রীই ছড়ি ঘোরাতেন, বাড়ছিল অবসাদ! খুনের আসল কারণ এটাই