Murshidabad: ‘ডাক্তারবাবু ঘাড় নেড়ে বললেন, আর দু’টো মিনিট আগে এলেই…’, অবরোধে আটকে থেকে অ্যাম্বুলেন্সেই শেষ হয়ে গেল শিশু
Murshidabad: সোমবার রাতে জঙ্গিপুরের ১০ নম্বর ওয়ার্ডের এলাকায় একটি অবরোধ চলছিল। সেই সময় লালগোলা থেকে ওই কিশোরকে নিয়ে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাচ্ছিল। শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছিল তার।
মুর্শিদাবাদ: রাস্তা অবরোধ চলছে। আটকে পড়ে অ্যাম্বুলেন্স। আর তাতে ছটফট করছিল এক শিশু। শ্বাসকষ্ট উঠেছে তার। হাসপাতাল পর্যন্ত নিয়েই যাওয়া গেল না। অ্যাম্বুলেন্সেই মৃত্যু হল এক শিশুর। ভয়ঙ্কর অভিযোগ ঘিরে শোরগোল মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায়। অভিযোগ, অবরোধে উপস্থিত ছিলেন তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জঙ্গিপুরের ১০ নম্বর ওয়ার্ডের এলাকায় একটি অবরোধ চলছিল। সেই সময় লালগোলা থেকে ওই কিশোরকে নিয়ে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাচ্ছিল। শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছিল তার।
পরিবারের অভিযোগ, অবরোধের ফলে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। কোন রকমে অ্যাম্বুলেন্সকে রাস্তা ছাড়া হয়নি। পরিবারের দাবি, সেখানে পুলিশ তো ছিলই। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানও। পরিবারের দাবি, অনেকবার অনুরোধ করা হলেও ব্যবস্থা করে দেওয়া হয়নি। হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়, শিশুটিকে বাঁচানো সম্ভব হয় না।
শিশুর আত্মীয় বলেন, “আমি স্যরকে বারবার অনুরোধ করি, স্যর আমাদের যেতে দিন। আমি দেখতে পারছি, ওই রাস্তাটা ফাঁকা। আমি চেয়ারম্যানকেও দেখতে পাই। হেল্প করুন। গাড়িতে একটু পৌঁছে দিন। না হলে স্কুটিতে করে ঢুকতে দিন। কখনই দিল না। আমি অনেক চেষ্টা করে জোর করে যাই, নিয়ে আসি হাসপাতালে… ডাক্তারবাবু বলল খুব দেরি হয়ে গেল, আর দুটো মিনিট আগে এলেই বাঁচানো যেত।”
তবে এ বিষয়ে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মজিফুল ইসলাম বলেন, “আমরা বারবার মাইকিং করে অনুরোধ করেছি, অবরোধ তুলে নিন। আমি একটা মোটর সাইকেলে করে ছেলেটাকে নিয়ে পাঠাই। হাসপাতালে ভর্তি করা হয়।”