Murshidabad: তলে-তলে এসব করে বেড়াচ্ছিলেন দাপুটে তৃণমূল নেতা? ভাইফোঁটার দিন হাতেনাতে ধরল পুলিশ
Murshidabad: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইলু আহম্মেদ,নাজমুল হক ও তাজমুল শেখ সকলের বাড়ি কান্দি থানার গোকর্ণ বিজয়নগর এলাকায়। এছাড়াও ধৃতদের কাছ থেকে চারটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। কী কারণে এই আগ্নেয়াস্ত্র ও বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
মুর্শিদাবাদ: উৎসবের মেজাজে বাংলা। কালীপুজো কেটেছে। আর রবিবার ভাইফোঁটা। তার মধ্যেই বড় সাফল্য পেল মুর্শিদাবাদ কান্দি থানার পুলিশ। এক তৃণমূল নেতা তলে তলে এই সব করে বেড়াচ্ছিল তা হয়ত ভাবতেও পারেননি কেউ! শনিবার রাত্রিবেলা তার বাড়িতে হাজির পুুলিশ। উদ্ধার হল একগাদা আগ্নেয়াস্ত্র। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে তাজা বোমাও।
জানা গিয়েছে,শনিবার রাতে কান্দির কুমারষন্ড গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আলিমুল শেখ। তাঁর বাড়ি থেকেই এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। যদিও ঘটনার পর পলাতক আলিমুল। পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে কান্দি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইলু আহম্মেদ,নাজমুল হক ও তাজমুল শেখ সকলের বাড়ি কান্দি থানার গোকর্ণ বিজয়নগর এলাকায়। এছাড়াও ধৃতদের কাছ থেকে চারটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। কী কারণে এই আগ্নেয়াস্ত্র ও বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। এ প্রসঙ্গে আইনজীবী রাজেশ বলেন, “একটা অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগ পেতেই সঙ্গে সঙ্গে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায়। এরপর একটা সিজার লিস্ট বানানো হয়েছে। অভিযুক্তকে কোর্টে তোলা হয়েছে।” বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, “কোথায় কী উদ্ধার হল না হল সেটা প্রশাসন দেখবে। আর আমরা শান্তির জন্য লড়াই করি। আর শান্তির জায়গায় যদি বাধা সৃষ্টি তাহলে পুলিশ রাজনৈতিক রঙ না দেখেই আইনানুগ ব্যবস্থা নিক।”