Murshidabad: তৃণমূলের কর্মী খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ
Murshidabad: এই ঘটনায় মোট ন'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এর মধ্যে ইতিমধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। অবশেষে মূল অভিযুক্ত তৃণমূল নেতা বাবর আলিকে গ্রেফতার করল ভগবানগোলা থানার পুলিশ।
মুর্শিদাবাদ: তৃণমূলের কর্মী খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। শুক্রবার ভগবানগোলার রমনা ডাঙাপাড়া এলাকায় তৃণমূল কর্মী বাবর আলি খুনে মূল অভিযুক্ত ভগবানগোলা-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাম শেখকে গ্রেফতার করল ভগবানগোলা থানার পুলিশ। লালগোলার পণ্ডিতপুর এলাকা থেকে বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ।
এই ঘটনায় মোট ন’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এর মধ্যে ইতিমধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। অবশেষে মূল অভিযুক্ত তৃণমূল নেতা বাবর আলিকে গ্রেফতার করল ভগবানগোলা থানার পুলিশ। বৃহস্পতিবার ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাঁকে লালবাগ আদালতে পাঠানো হয়। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।
জানা যায়, গত শুক্রবার সকালে তৃণমূল কর্মী বাবর আলি যখন দাঁত মাজছিলেন তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল নেতা গোলাম শেখ-সহ তাঁর দলবল। শুধু বাবর আলিকে লক্ষ্য করেই গুলি চালানো হয়নি, আশপাশের মানুষজনকে লক্ষ্য করেও গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় মোট ন’জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিল মৃতের আত্মীয়রা।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)