AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Job camp: চাকরিপ্রার্থীদের উপর বেধড়ক লাঠিচার্জ পুলিশের, ১২০০ পদে লক্ষাধিকের আবেদন ঘিরে বিশৃঙ্খলা

Murshidabad: এক বেকার যুবক বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার না দিয়ে আমাদের বেকার যুবকদের চাকরি দিন মুখ্যমন্ত্রী।"

Job camp: চাকরিপ্রার্থীদের উপর বেধড়ক লাঠিচার্জ পুলিশের, ১২০০ পদে লক্ষাধিকের আবেদন ঘিরে বিশৃঙ্খলা
চাকরি প্রার্থীদের উপর পুলিশের লাঠিচার্য (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Dec 04, 2021 | 8:16 PM
Share

মুর্শিদাবাদ: চাকরি দেওয়ার শিবির। সেখানে চরম বিশৃঙ্খলা। ইতিমধ্যে পুলিশের (Police) পক্ষ থেকে লাঠিচার্জ করার খবর জানা গিয়ছে।

কয়েকদিন আগে মন্ত্রী হুমায়ূন কবির (Humayun Kabir) ও জেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জেলারই প্রায় ১২০০ বেকার যুবকের কর্মসংস্থানের কথা বলা হয়। এরপর আজ বহরমপুর স্টেডিয়ামে কর্মসংস্থানের জন্য ফর্ম জমা নেওয়া হয়।

এবার ফর্ম জমা দিতে মাঠে হাজির হয় মুর্শিদাবাদের প্রায় লক্ষাধিক শিক্ষিত বেকার যুবক। কিন্তু সকাল থেকেই সেই লাইনে দেখা যায় বিশৃঙ্খলা। ফর্ম জমা দেওয়ার আগেই শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে লাইনের মাঝে লাঠিচার্জ করতে শুরু করে পুলিশ।

ফর্ম জমা দিতে আসা যুবদের একজন বলেন, “সরকার আমাদের চাকরী দিক, লাগবে না লক্ষ্মীর ভাণ্ডার, ফ্রি রেশন। আমাদের মতো বেকার যুবদের চাকরি দিক আগে মমতার সরকার।” ‌

অন্য আরেক যুবক বলেন, “আমি আগে ভাবতাম যে পশ্চিমবঙ্গে বেকার সংখ্যা কম। কিন্তু এখানে এসে দেখছি অন্য পরিস্থিতি।ভুল ভেঙে গেল আমার। এখানে শুনেছি যে ১২০০ ছেলে নেওয়া হবে। কিন্তু এসে দেখি ১২ লক্ষ ছেলে দাঁড়িয়ে রয়েছে।অনেক আশা নিয়ে এখানে এসেছি। আমি গ্রাজ্যুয়েট। কিন্তু এসেছি এই উচ্চ-মাধ্যমিক পাশের জন্য যে চাকরি তার জন্য।”

এদিকে, প্রাথমিক স্কুলের (Primary School) জায়গা জবরদখল করে দখল নিয়ে পার্টি অফিস (Party Office) তৈরি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের দাবি তুলে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, অবর বিদ্যালয় পরিদর্শক এবং থানার অফিসার ইনচার্জকে চিঠি দিলেন প্ৰধান শিক্ষক (Head Master)।

স্কুলের জমি দখল করে পার্টি অফিস নির্মাণের এই অভিযোগ উঠেছে (Murshidabad) সামসেরগঞ্জ থানার ধুলিয়ান চক্রের অন্তর্গত গাজিনগর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর মালঞ্চা প্রাথমিক বিদ্যালয়ে।যদিও এই অভিযোগ সামনে আসার পরেই মঙ্গলবার থেকে স্থগিত রাখা হয়েছে ওই পার্টি অফিসের নির্মাণ কাজ। জানা গিয়েছে, স্থানীয় গাজিনগর মালঞ্চা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্ৰধান উত্তম সাহার তত্বাবধানে মালঞ্চা প্রাথমিক স্কুলের পাশেই গড়ে উঠছিল তৃণমূলেরএই পার্টি অফিস। যেই নির্মাণের অর্ধেক অংশই রয়েছে স্কুলের জায়গায়।

অভিযোগ, প্ৰধান শিক্ষক বাধা দিলেও তাঁকে তোয়াক্কা না করেই পার্টি অফিসের নির্মাণ কাজ অব্যাহত থাকে। ইতিমধ্যেই পার্টি অফিস তৈরির কাজ অনেকটা হয়ে গিয়েছে। ভিত পড়ে গিয়েছে নির্মাণের। আর এই প্রেক্ষিতেই প্রধান শিক্ষক চিঠি দিয়ে অভিযোগ জানালেন তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষকে।

আরও পড়ুন: KMC Election 2021: সামাজিক দায়বদ্ধতার সঙ্গে রাজনৈতিক লড়াইয়ের মিশেল, ইস্তাহারে অনেকটাই এগিয়ে বামেরা