CPM: বুথ থেকে CPM কর্মীদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ TMC-বিরুদ্ধে, পরে পুলিশের সহযোগিতায় দিলেন ভোট
West Bengal Lok Sabha Election 2024: মুর্শিদাবাদের ডোমকল থানার বিএসএমএম হাই মাদ্রাসা ১৫৩ নম্বর বুথের ঘটনা। অভিযোগ, সেখানে সিপিএম কর্মীরা ভোট দিতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের মারধর করে। তাড়িয়ে দেয়। অভিযোগ পেয়ে ডোমকল থানার পুলিশ আসে ঘটনাস্থলে। তাঁদের উদ্যোগে সিপিএম কর্মীরা ভোটদান করেন।
ডোমকল: ভোট শুরু হওয়ার পর থেকেই উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদ। গোপীনাথপুর, কেশবপুর সহ একাধিক জায়গায় ভুয়ো ভোটারকে চিহ্নিত করেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। পাল্টা তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। মারধর করার অভিযোগ তোলেন সেলিমের বিরুদ্ধে। এই আবহে আবার মুর্শিদাবাদের ডোমকল থানার একটি বুথ থেকে সিপিএম কর্মীদের মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
মুর্শিদাবাদের ডোমকল থানার বিএসএমএম হাই মাদ্রাসা ১৫৩ নম্বর বুথের ঘটনা। অভিযোগ, সেখানে সিপিএম কর্মীরা ভোট দিতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের মারধর করে। তাড়িয়ে দেয়। অভিযোগ পেয়ে ডোমকল থানার পুলিশ আসে ঘটনাস্থলে। তাঁদের উদ্যোগে সিপিএম কর্মীরা ভোটদান করেন।
সিপিএম কর্মী বলেন, “ভোট দিতে দিচ্ছিল না তৃণমূলের লোকজন। মারধর করেছে। হুমকি দিয়েছে। পরে পুলিশের সহযোগিতায় ভোট দিতে পেরেছি।” অপরদিকে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ডোমকলের সাখোলিপাড়া হাইমাদ্রাসা ৫২ ,৫৩ নম্বর বুথে সংঘর্ষ সিপিএম-তৃণমূলের। সিপিএমের কর্মী সমর্থকরা ভোট দিতে গেলে তাদেরকে বাধা দেয় তৃণমূল বলে অভিযোগ। বাঁশ লাঠি হাতে মারধর করে। পালটা আক্রমণ করে বাম কংগ্রেস।