Missing Guy: সাইকেল রয়েছে, ফোন বন্ধ! শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ যুবক
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আতিকুল আনসারি পেশায় বিড়ি শ্রমিক। একটি কারখানায় বিড়ি বাঁধার কাজ করেন তিনি।
সামসেরগঞ্জ: শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে ছয়দিন ধরে নিখোঁজ মুর্শিদাবাদের সামসেরগঞ্জের এক যুবক। এই নিখোঁজের জেরে রহস্য দানা বেঁধেছে। শ্বশুরবাড়িতে ওই যুবকের সাইকেল রয়েছে। কিন্তু তাঁর খোঁজ নেই। সাইকেল থাকলেও যুবকের মোবাইল সুইচ অফ রয়েছে। এর জেরে উদ্বেগে দিন কাটাচ্ছেন ওই যুবকের পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই যুবকের নাম আতিকুল আনসারি। তাঁর বয়স ৩৬ বছর। তাঁর বাবার নাম মহসিন আনসারি। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পুরসভা এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২২ জানুয়ারি সামসেরগঞ্জের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গিয়েছিলেন। ফরাক্কার দক্ষিন মহাদেবনগরে তাঁর শ্বশুরবাড়ি। সেখান দুদিন থাকার পর থেকেই নিখোঁজ ওই যুবক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আতিকুল আনসারি পেশায় বিড়ি শ্রমিক। একটি কারখানায় বিড়ি বাঁধার কাজ করেন তিনি। শ্বশুরবাড়ি ঘুরতে গিয়ে ছেলে যে কোথায় গেল তা ভেবেই চিন্তায় আকূল পরিবারের লোকেরা। শ্বশুর বাড়িতে সাইকেল থাকলেও যুবক নিখোঁজ। ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন যুবকের বাবা-মা। বহু খোঁজাখুঁজি করেও আতিকুলের খোঁজ মেলেনি বলে জানিয়েছেন তাঁর পরিবারের লোকরা।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ফরাক্কা থানার দ্বারস্থ হয়েছেন যুবকে পরিবার এবং তাঁর শ্বশুর বাড়ির লোকজন। এদিকে নিখোঁজের ছয়দিন পার হলেও এখনও পর্যন্ত কোনও রকম সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছে পরিবারের সদস্যরা। ৫ ফুট দুই ইঞ্চি উচ্চতার ফর্সা রঙের ওই যুবক নিখোঁজের সময় তার পরনে সবুজ রঙের জামা, ছাই কালারের প্যান্ট এ কালো জ্যাকেট ছিল বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা।