Teacher Recruitment: বাবা প্রধান শিক্ষক, পুত্রকেও নিজের স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ, এবার ময়দানে নামল CID
এই ঘটনারি পিছনে কোনও চক্র যুক্ রয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছেন CID গোয়েন্দারা।
কলকাতা: শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে এবার তদন্ত শুরু করল রাজ্য গোয়েন্দা সংস্থা CID। মুর্শিদাবাদের হাইস্কুলে অনিমেষ তিওয়ারির শিক্ষক পদে যোগদান নিয়েই তদন্তে নামল রাজ্য গোয়েন্দা সংস্থা। সোমবারই এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের থেকে রিপোর্ট চাইলেন CID গোয়েন্দারা। অনিমেষ তিওয়ারির নিয়োগ সংক্রান্ত নথি তলব করা হয়েছে।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের জঙ্গিপুরে Gotha A R High school-এ শিক্ষক পদে কর্মরত অনিমেষ তিওয়ারি। ওই স্কুলের প্রধান শিক্ষক অসিত তিওয়ারি তাঁর ছেলে অনিমেষ তিওয়ারিকে নিয়ম বহির্ভূতভাবে স্কুলে নিয়োগ করিয়েছেন বলে অভিযোগ। ঘটনার তদন্তে এদিনই গোঠা এ.আর হাইস্কুলে যাচ্ছে CID দল।
CID সূত্রে খবর, অনিমেষ তিওয়ারির নিয়োগের ব্যাপারে ইতিমধ্যেই প্রধান শিক্ষক অসিত তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার ওই স্কুলের অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। অন্য শিক্ষকদের বয়ান রেকর্ড করা হবে বলেও সূত্রের খবর।
প্রসঙ্গত, গত তিন বছর ধরে গোঠা এ.আর হাইস্কুলে শিক্ষকতা করছেন অনিমেষ তিওয়ারি। সরকারি পে-রোলেও নাম রয়েছে তাঁর। স্কুলের প্রধান শিক্ষক অসিত তিওয়ারি নিজের ছেলেকে ভুয়ো সুপারিশপত্র ও নিয়োগপত্র দিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। সম্প্রতি এই অভিযোগের জল হাইকোর্ট পর্যন্ত গড়ায়। তারপর গত ১৯ জানুয়ারি অনিমেষ তিওয়ারির ভুয়ো নিয়োগের অভিযোগের তদন্তভার CID-র হাতে তুলে দেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তারপর বিচারপতির নির্দেশের পরই তদন্ত শুরু করলেন গোয়েন্দারা।
কীভাবে, কার মাধ্যমে প্রধান শিক্ষক অসিত তিওয়ারি ছেলের চাকরির ব্যবস্থা করলেন? সরকারি পে রোলে নাম অনিমেষ তিওয়ারি নাম ঢুকলো কী করে? এরকম আরও নিয়োগ হয়েছে কিনা? এই ঘটনারি পিছনে কোনও চক্র যুক্ রয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছেন CID গোয়েন্দারা।
উল্লেখ্য, সাম্প্রতিককালে স্কুলে শিক্ষক নিয়োগে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে প্রাক্তন পর্ষদ সভাপতি সহ শিক্ষক নিয়োগ প্যানেলের প্রাক্তন আধিকারিকদের অনেকেই বর্তমানে জেল হেফাজতে। টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এমন অনেকের চাকরি খোয়াও গিয়েছে। তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI গোটা ঘটনাটির তদন্ত করছে। তবে এবার মুর্শিদাবাদে শিক্ষক নিয়োগের ঘটনায় তদন্ত শুরু করল রাজ্য গোয়েন্দা সংস্থা CID।