Loksabha 2024: ইউসুফ পাঠানের নাম শুনেই অধীর বললেন…

Koushik Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Mar 10, 2024 | 5:41 PM

Baharampur: তৃণমূল এই কেন্দ্রে কখনও প্রার্থী করেছে পরিচিত মুখ ইন্দ্রনীল সেনকে, কখনও অধীরের এক সময়ের অনুগামী হিসাবে পরিচিত অপূর্ব সরকার (ডেভিড)কে। তবে অধীরকে বহরমপুরের মসনদ থেকে সরানো যায়নি। সেই অধীরের সামনে এবার তৃণমূলের চ্যালেঞ্জ ইউসুফ পাঠান।

Loksabha 2024: ইউসুফ পাঠানের নাম শুনেই অধীর বললেন...
ইউসুফ পাঠান ও অধীর চৌধুরী।
Image Credit source: PTI

Follow Us

বহরমপুর: ব্রিগেড থেকে এ রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। চমকে দিয়েছে বহরমপুর কেন্দ্রে। প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। এই বহরমপুর অধীর চৌধুরীর গড়। ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা এ কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেসের অধীর।

তৃণমূল এই কেন্দ্রে কখনও প্রার্থী করেছে পরিচিত মুখ ইন্দ্রনীল সেনকে, কখনও অধীরের এক সময়ের অনুগামী হিসাবে পরিচিত অপূর্ব সরকার (ডেভিড)কে। তবে অধীরকে বহরমপুরের মসনদ থেকে সরানো যায়নি। সেই অধীরের সামনে এবার তৃণমূলের চ্যালেঞ্জ ইউসুফ পাঠান।

এই ‘প্রতিদ্বন্দ্বী’কে নিয়ে কী বলছেন অধীর চৌধুরী? বহরমপুরের সাংসদের দাবি, সংখ্যালঘু ভোটকে ধরতেই এমন দান দিয়েছে শাসকশিবির। অধীর বলেন, “বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কোনও না কোনও মুসলিম প্রার্থী দাঁড় করিয়ে সংখ্যালঘু ভোটের বিভাজন ঘটাতে চাইছে। লক্ষ্য একটাই অধীর চৌধুরীকে হারাও। মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানকে সম্মান দিতে কি জানেন আপনি? যদি চাইতেন তাহলে কেন কিছুদিন আগে যখন রাজ্যসভার ভোট হল ইউসুফ পাঠানকে এ বাংলা থেকে প্রার্থী করে পাঠালেন না?”

অধীরের দাবি, ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছে। অথচ তিনি এলাকাও চেনেন না। অধীর বলেন, “যে এলাকা ইউসুফ চেনেন না, যে এলাকার মানুষের সঙ্গে তাঁর কোনও পরিচয় নেই, যেখানকার ভাষা তিনি জানেন না সেখানে তাঁকে এনে আপনি আপনার ফায়দা লোটার চেষ্টা করছেন।”

অন্যদিকে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট নিয়েও এদিন মুখ খোলেন অধীর। বলেন, “বামেদের সঙ্গে জোট করে আমি তো আগেও ভোটে লড়েছি। আমি কখনও বামেদের সঙ্গে নির্বাচনী জোটকে অস্বীকার করিনি। নির্বাচনী জোটকে বামেরা অস্বীকার করেছিল। তারা সরে গিয়েছিল জোট থেকে। আমি কখনও সরিনি। এবারও প্রারম্ভিক কথা হয়েছে একবার দু’বার। কিন্তু কোনও গঠনমূলক কোনও আলোচনা হয়নি। হলে জানাব।”

Next Article