Narendra Modi on MGNREGA: ‘যার জন্মই হয়নি, তার জন্যও জব কার্ড’, তৃণমূলকে ঠুকে সংখ্যাও বলে দিলেন মোদী

Sayanta Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 02, 2024 | 2:46 PM

Narendra Modi on MGNREGA: এদিন জনসভার মঞ্চ থেকে মোদী বলেন, 'মনরেগায় ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে, যার জন্ম হয়নি তার নামেও জব কার্ড বানানো হয়েছে। গরিব মানুষের টাকা তোলাবাজরা লুঠ করে নিয়েছে।' এরপরই তৃণমূলকে নিশানা করেন মোদী।

Follow Us

কৃষ্ণনগর: বাংলার মানুষকে গরিব বানিয়ে রেখে দিতে চায় তৃণমূল, যাতে তাদের রাজনীতি করতে সুবিধা হয়। নদিয়ার কৃষ্ণনগরে জনসভা থেকে এই ভাষাতেই শাসক দলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে দুর্নীতি ইস্যুতেও কার্যত তুলোধনা করলেন ঘাসফুল শিবিরকে। বাংলায় এসে মোদী হিসেব দিলেন, টাকা লুঠ করার জন্য ঠিক কত ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘সব স্কিমকে স্ক্যামে বদলে দিচ্ছে তৃণমূল।’ ১০০ দিনের কাজের টাকা নিয়ে যখন বারবার বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল, তখন মোদীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন জনসভার মঞ্চ থেকে মোদী বলেন, ‘মনরেগায় ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে, যার জন্ম হয়নি তার নামেও জব কার্ড বানানো হয়েছে। গরিব মানুষের টাকা তোলাবাজরা লুঠ করে নিয়েছে।’ এরপরই তৃণমূলকে নিশানা করে মোদী বলেন, ‘সব স্কিমকে স্ক্যামে বদলে দিচ্ছে। এতে তৃণমূল মাস্টার।’

তবে, তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। শাসক দলের দাবি, অসত্য কথা বলছেন প্রধানমন্ত্রী। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, “আপনি কৃষ্ণনগরে অসত্য কথা বলছেন। যাঁরা ১০০ দিনের কাজ করেছেন, তাঁদের টাকা বন্ধ করে দিচ্ছেন। এমন ৫৯ লক্ষ কর্মীকে টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” তিনি আরও দাবি করেন, সবথেকে বেশি ভুয়ো জব কার্ড ছিল উত্তর প্রদেশে, তারপরও সেই রাজ্যের টাকা বন্ধ করেনি কেন্দ্রীয় সরকার।

একই সঙ্গে এদিন মোদী অভিযোগ করেন, কেন্দ্রীয় স্কিমের স্টিকার ব্যবহার করে টাকা লুঠ করছে তৃণমূল। মানুষের জন্য বরাদ্দ প্রকল্পে তোলাবাজদের ঢোকাতে চাইছে, এমনটাই বলেন মোদী।

কৃষ্ণনগর: বাংলার মানুষকে গরিব বানিয়ে রেখে দিতে চায় তৃণমূল, যাতে তাদের রাজনীতি করতে সুবিধা হয়। নদিয়ার কৃষ্ণনগরে জনসভা থেকে এই ভাষাতেই শাসক দলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে দুর্নীতি ইস্যুতেও কার্যত তুলোধনা করলেন ঘাসফুল শিবিরকে। বাংলায় এসে মোদী হিসেব দিলেন, টাকা লুঠ করার জন্য ঠিক কত ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘সব স্কিমকে স্ক্যামে বদলে দিচ্ছে তৃণমূল।’ ১০০ দিনের কাজের টাকা নিয়ে যখন বারবার বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল, তখন মোদীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন জনসভার মঞ্চ থেকে মোদী বলেন, ‘মনরেগায় ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে, যার জন্ম হয়নি তার নামেও জব কার্ড বানানো হয়েছে। গরিব মানুষের টাকা তোলাবাজরা লুঠ করে নিয়েছে।’ এরপরই তৃণমূলকে নিশানা করে মোদী বলেন, ‘সব স্কিমকে স্ক্যামে বদলে দিচ্ছে। এতে তৃণমূল মাস্টার।’

তবে, তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। শাসক দলের দাবি, অসত্য কথা বলছেন প্রধানমন্ত্রী। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, “আপনি কৃষ্ণনগরে অসত্য কথা বলছেন। যাঁরা ১০০ দিনের কাজ করেছেন, তাঁদের টাকা বন্ধ করে দিচ্ছেন। এমন ৫৯ লক্ষ কর্মীকে টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” তিনি আরও দাবি করেন, সবথেকে বেশি ভুয়ো জব কার্ড ছিল উত্তর প্রদেশে, তারপরও সেই রাজ্যের টাকা বন্ধ করেনি কেন্দ্রীয় সরকার।

একই সঙ্গে এদিন মোদী অভিযোগ করেন, কেন্দ্রীয় স্কিমের স্টিকার ব্যবহার করে টাকা লুঠ করছে তৃণমূল। মানুষের জন্য বরাদ্দ প্রকল্পে তোলাবাজদের ঢোকাতে চাইছে, এমনটাই বলেন মোদী।

Next Article