Narendra Modi in Bengal: কৃষ্ণনগরে মোদীর সঙ্গে ২২ মিনিট বৈঠক সুকান্ত-শুভেন্দুর, কী নিয়ে আলোচনা?

Sayanta Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 02, 2024 | 3:06 PM

Narendra Modi meets Suvendu: সম্প্রতি সন্দেশখালিতে যেতে গিয়ে বারবার বাধা পেয়েছেন সুকান্ত-শুভেন্দুরা। ১৪৪ ধারা জারি করা নিয়েও অভিযোগ জানিয়েছেন তাঁরা। সেই বিষয়ে বঙ্গ বিজেপির নেতারা প্রধানমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন বলে সূত্রের খবর।

Narendra Modi in Bengal: কৃষ্ণনগরে মোদীর সঙ্গে ২২ মিনিট বৈঠক সুকান্ত-শুভেন্দুর, কী নিয়ে আলোচনা?
মোদীর সঙ্গে বৈঠক সুকান্ত-শুভেন্দুর
Image Credit source: TV9 Bangla

Follow Us

কৃষ্ণনগর: ভোট আবহে একটানা দু’দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর আগে দেখা যায়নি। লোকসভা ভোটের মুখে আরমবাগ থেকে কৃষ্ণনগর ছুটলেন মোদী। দিনকয়েক পরই ফের বাংলায় আসছেন মোদী। সফরের মাঝেই শনিবার বঙ্গ বিজেপির দুই নেতার সঙ্গে বৈঠক সেরে নিলেন নরেন্দ্র মোদী। এদিন প্রথমে প্রশাসনিক সভা ও পরে জনসভায় যোগ দেন মোদী। তার মাঝেই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় ২২ মিনিট একান্তে বৈঠক করেন তাঁরা। একদিকে সন্দেশখালি ইস্যুতে উত্তপ্ত রাজ্য, অন্য়দিকে ভোট আসন্ন, তার মধ্যে এই বৈঠক নিয়ে বাড়ছে জল্পনা। কী এমন আলোচনা হল?

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ছবি, যেখানে দেখা যাচ্ছে মোদীর সামনে বসে রয়েছেন সুকান্ত ও শুভেন্দু। তবে কী নিয়ে এদিন আলোচনা হল, তা প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, নদিয়া সাংগঠনিক জেলা নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্য়ে, একই সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা নিয়েও হয়েছে আলোচনা। আরও জানা যাচ্ছে, যে এ রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন সুকান্ত মজুমদার।

সম্প্রতি সন্দেশখালিতে যেতে গিয়ে বারবার বাধা পেয়েছেন সুকান্ত-শুভেন্দুরা। ১৪৪ ধারা জারি করা নিয়েও অভিযোগ জানিয়েছেন তাঁরা। সেই বিষয়ে বঙ্গ বিজেপির নেতারা প্রধানমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন বলে সূত্রের খবর।

উল্লেখ্য, এদিন সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্য জানিয়েছেন, সিএএ কার্যকর করার বিষয়ে আলাদা করে কোনও কথা হয়নি কারণ সিএএ যে কার্যকর হবে, তা ঠিক হয়ে গিয়েছে। সুকান্ত বলেন, “সিএএ তো হয়েই গিয়েছে। এ নিয়ে আর কোনও কথা নেই। এবার নির্দেশিকা তৈরি হবে। সিএএ লাগু হবে। উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে।”

Next Article