Nadia: ব্যবসায়ীকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল অন্যজনে শরীরে, গ্রেফতার অভিযুক্ত

Nadia: এই ঘটনায় গুলিবিদ্ধ ওই ব্যক্তি আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন জেলা হাসপাতালে। ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগরের জাভা পেট্রোল পাম্প সংলগ্ন সোনা ইটভাটার কাছে। পরিবারের অভিযোগ, ওই ব্যবসায়ী হোটেল থেকে খাবার নিয়ে ফিরছিল।

Nadia: ব্যবসায়ীকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল অন্যজনে শরীরে, গ্রেফতার অভিযুক্ত
নদিয়ায় চলল গুলি (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 9:17 AM

নদিয়া: এক ব্যবসায়িকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ। পুরনো শত্রুতার জেরে ওই ব্যবসায়ীকে গুলি করেছে দুষ্কৃতীরা বলে দাবি পরিবারের। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জখম ওই ব্যবসায়ীর বন্ধু। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়।

এই ঘটনায় গুলিবিদ্ধ ওই ব্যক্তি আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন জেলা হাসপাতালে। ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগরের জাভা পেট্রোল পাম্প সংলগ্ন সোনা ইটভাটার কাছে। পরিবারের অভিযোগ, ওই ব্যবসায়ী হোটেল থেকে খাবার নিয়ে ফিরছিল। তখনই এক দুষ্কৃতী ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে। সেই গুলি তাঁর গায়ে না লেগে তাঁর বন্ধুর গায়ে লাগে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আহত ব্যক্তি।

এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকেই চিকিৎসকেরা কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন। পরিবারের অভিযোগ অনুযায়ী অভিযুক্তর নাম বিশ্ব ঘোষ। অভিযোগ ব্যবসায়িক বিষয়ে বেশ কিছুদিন ধরেই শত্রুতা তৈরি হয় তাদের মধ্যে। আর তার জেরেই এই গুলির ঘটনা। যদিও এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। ব্যবসায়ীর আত্মীয় সুব্রত ঘোষ বলেন, “কালকে রাত্রিবেলা জেঠু আর জেঠুর বন্ধু খাবার নিয়ে ফিরছিলেন। সেই সময় অশোক ঘোষের ছেলে গুলি চালিয়েছে। ওরা প্রত্যেকবার ঝামেলা করে। ওদের জন্য হোটেল ব্যবসা বন্ধ করে দিয়েছি।”