নদিয়া : হাঁসখালির নাবালিকা নির্যাতন ও মৃত্যুর ঘটনায় এখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। এরই মধ্যে রাজ্যের উপর চাপ আরও বাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। তাঁর বক্তব্য, হাঁসখালিতে গোপন জবানবন্দি মিডিয়ার সামনে ফাঁস করেছে পুলিশই। উল্লেখ্য, হাঁসখালির নির্যাতিতার মা দাবি করছেন, মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। ঘটনায় নাম জড়িয়েছে এলাকার তৃণমূল নেতার ছেলের। এরই মধ্যে মঙ্গলবার বিকেলে হাঁসখালি গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। হাঁসখালিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব একটি মিছিলও হয়। এরপর তাঁরা যান নির্যাতিতার বাড়িতে।
শুভেন্দু অধিকারী বলেন, “সমস্ত আইএএস, আইপিএসরা কে কেমন কাজ করছেন, তার একটি মার্কিং করতে হয়। দশ নম্বরের মার্কিং থাকে। পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস, আইপিএসদের মার্কিং দেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্য়ায় নিয়ন্ত্রিত সরকারি ব্যবস্থাপনায় কেউই আর এই তদন্ত নিয়ে কিছু করতে পারবেন না। কারণ, স্বয়ং মুখ্যমন্ত্রী গতকাল তদন্তের রিপোর্ট প্রকাশ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, আমি পুলিশকে বলেছি খুঁজে দেখতে প্রেমঘটিত বিষয় ছিল কি না, গর্ভবতী ছিল কি না। আশ্চর্যজনকভাবে রানাঘাট পুলিশ জেলার সুপার সায়ক দাস সাংবাদিক বৈঠক করে একই কথা আবার বলেছেন।” সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, “পুলিশ সুপার সায়ক দাস গোপন জবানবন্দির কথা আপনাদের বলেছে। আপনাদের মাধ্যমে আমরা জেনেছি। গোপন জবানবন্দি কখনও এভাবে বলা যায় না।”
বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্য পুলিশ দলদাসে পরিণত হয়েছে। বলেন, “বাড়িতে হাতুড়ে ডাক্তারকে ডেকে যন্ত্রণায় ছটফট করতে করতে ছোট্ট কন্যাসম মেয়েটাকে প্রাণ দিতে হল। মারা গেলে মৃত্যু শংসাপত্র লাগে। সেই মৃত্যু শংসাপত্র দিতে সৎকার করতে হয়। এত বড় প্রভাবশালীর হাত আছে যে মৃত্যু শংসাপত্র ছাড়া দাহ হল। ময়নাতদন্তের প্রশ্নই নেই। এই জঘন্য নৃশংস কাজ একজনের নয়। দল বেঁধে করা হয়েছে।”
উল্লেখ্য, হাঁসখালির ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দেয়। পুলিশকে তদন্ত সংক্রান্ত সব রিপোর্ট অবিলম্বে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : Aliah University: মেয়াদ বাড়ানো হল না মহম্মদ আলির, কে হলেন আলিয়ার নতুন উপাচার্য?