Bombing: বাড়ির সামনেই বোমাবাজি, হাতের তালু যেন উড়েই গেল যুবকের
Nadia: ওয়াসিমের স্ত্রী শাবানার বক্তব্য, বাইরে এসে দেখেন স্বামীর বাঁ হাত দিয়ে রক্ত পড়ছে। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা তিনি বুঝতে পারছেন না। তবে জমিসংক্রান্ত ঝামেলার তত্ত্ব সামনে আসছে।
নদিয়া: বোমার আঘাতে আহত হলেন এক যুবক। আহত যুবকের নাম ওয়াসিম আক্রম। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত যুবককে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসা চলছে তাঁর। সোমবার নদিয়ার হরিণঘাটার ফতেপুর পঞ্চায়েত গাড়া গোয়ালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ওয়াসিমের পরিবার সূত্রে খবর, এদিন সন্ধ্যায় বাড়িতে ছেলে মেয়েকে পড়াচ্ছিলেন ওয়াসিমের স্ত্রী শাবানা। সেই সময় বাড়ির সামনে বিকট আওয়াজ শুনতে পান। ছুটে বাইরে বেরিয়ে আসেন তিনি। এরপর যে দৃশ্য তিনি দেখেন তাতে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন। দেখেন, ওয়াসিম রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। শাবানার চিৎকারে এবং বিকট আওয়াজ শুনে আশেপাশের লোকজনও ভিড় করেন সেখানে। এরপরই তড়িঘড়ি ওয়াসিমকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওয়াসিমের স্ত্রী শাবানার বক্তব্য, বাইরে এসে দেখেন স্বামীর বাঁ হাত দিয়ে রক্ত পড়ছে। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা তিনি বুঝতে পারছেন না। যদিও ওয়াসিমের আত্মীয়রা জানান, বাড়ির পাশের একটি জমি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে আছেন ওই যুবক। তাঁদের ধারণা, সেই ঝামেলার কারণেই ওয়াসিমকে কেউ বোমা মেরে পালাতে পারে। যদিও বোমা মারার ঘটনা অস্বীকার করছে হরিণঘাটা থানার পুলিশ। তদন্ত শুরু করেছে তারা।
অন্যদিকে ওয়াসিমের এক কাকিমার কথায়, “আমার বড় ভাসুরের ছেলে। আমাদের জায়গা নিয়ে একটা ঝামেলা আছে। পাড়ারই কয়েকজনের সঙ্গে ঝামেলা। তারাই এটা করল বলে মনে হচ্ছে। ওরা সবসময় ভয়ও দেখায়।” সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। আহতের কাকিমার কথায়, ওয়াসিম বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিলেন। তিনি এসে দেখেন, হাতের সামনের দিকটায় যেন কিছু নেই। সারা শরীর রক্তে ভাসছে। সেই অবস্থাতেই উদ্ধার করে কল্যাণীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।