Bagda: কভার লাগাতে গিয়ে ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, মৃত্যু ঠিকা কর্মীর

Bagda: এলাকায় সোমবার সকালে বিদ্যুতের খোলা তার সরিয়ে কভার তার লাগাতে বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন সরজিত নামে হামকুড়ার বাসিন্দা এক ঠিকা শ্রমিক ।

Bagda: কভার লাগাতে গিয়ে ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, মৃত্যু ঠিকা কর্মীর
বিদ্যুৎ কর্মীর দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2024 | 4:48 PM

উত্তর ২৪ পরগনা: বিদ্যুতের কভার কেবিল লাগাতে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে জলে পড়ে মৃত্যু এক ঠিকা শ্রমিকের । উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের চ্যাঙ্গা চাঁদপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সরজিৎ ঘোষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় সোমবার সকালে বিদ্যুতের খোলা তার সরিয়ে কভার তার লাগাতে বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন সরজিত নামে হামকুড়ার বাসিন্দা এক ঠিকা শ্রমিক । বিদ্যুতের খুঁটি থেকে খোলা তার কাটতেই পুকুরের দিকে ভেঙে পড়ে যায় বিদ্যুতের খুঁটি ।

সেফটি বেল্ট থাকায় বিদ্যুতের খুঁটির নীচে জলের মধ্যে চাপা পড়েন সরজিত । পরবর্তীতে সহকর্মীরা তাকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকসকরা মৃত বলে ঘোষণা করেন । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সরজিতের পরিবারে ।

এই বিষয়ে বিদ্যুৎ দফতরের বাগদার স্টেশন ম্যানেজার ভবেশ মল্লিক জানিয়েছেন, সকালে বিদ্যুতের খুঁটিতে খোলা তার সরিয়ে কভার তার লাগানোর কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে জলে পড়ে মৃত্যু হয়েছে সরজিতের। মৃতের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।