BJP MLA: এইট পাশ বিতর্কের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বনগাঁ দক্ষিণের বিধায়ক, ইচ্ছা গ্রাজুয়েশনেরও

BJP MLA: অষ্টম শ্রেণির সার্টিফিকেট বিতর্কের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। এদিন নগাঁর সাতভাই কালীতলার কালীতলা বিশ্ববন্ধু শিক্ষা নিকেতন হাইস্কুলে পরীক্ষায় বসেছিলেন তিনি। পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে জানান, গত বছর তিনি উচ্চমাধ্যমিকের তিনটি বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন। এ বছর আরও দুটি বিষয় পরীক্ষা দিচ্ছেন।

BJP MLA: এইট পাশ বিতর্কের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বনগাঁ দক্ষিণের বিধায়ক, ইচ্ছা গ্রাজুয়েশনেরও
বিধায়ক স্বপন মজুমদারImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 8:19 PM

বনগাঁ: জল গড়িয়েছিল আদালতে। চলেছে টানাপোড়েন। বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে গিয়েছিলেন গত বিধানসভা ভোটের বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলোরানি সরকার। আদালতে গিয়েছিলেন বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠও। বিতর্কের মধ্যেই এবার রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন স্বপন মজুমদার। হল থেকে বেরিয়ে বললেন, ভালই হয়েছে পরীক্ষা। আগামীতে স্নাতকের পরীক্ষায় বসরাও ইচ্ছা প্রকাশ করেছেন। 

এদিন নগাঁর সাতভাই কালীতলার কালীতলা বিশ্ববন্ধু শিক্ষা নিকেতন হাইস্কুলে পরীক্ষায় বসেছিলেন তিনি। পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে জানান, গত বছর তিনি উচ্চমাধ্যমিকের তিনটি বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন। এ বছর আরও দুটি বিষয় পরীক্ষা দিচ্ছেন। হল থেকে বেরোনোর সময় তাঁকে বেশ খুশি ও আত্মবিশ্বাসীও দেখায়। বলেন, “শিক্ষার কোনও বয়স হয় না। শিক্ষাগত যোগ্যতা বাড়ানোরও কোনও বয়স হয় না। আজ এডুকেশন পরীক্ষা দিয়েছি। আগামী ১৯ তারিখ রাষ্ট্র বিজ্ঞানের পরীক্ষা রয়েছে। সেদিনও আসব।” 

তবে এ বিষয়ে তোপ দেগেছে ঘাসফুল শিবির। অষ্টম শ্রেণির পাশের সার্টিফিকেট নেই স্বপনের। তারপরও কীভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারেন? প্রশ্ন তুলেছেন পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। প্রশ্ন তুলছেন পর্ষদের ভূমিকা নিয়ে। দাবি তদন্তের।