Barasat: খাসজমি দখলের অভিযোগ মিলের বিরুদ্ধে, BLRO অফিসে বিক্ষোভ

Barasat: বৃহস্পতিবার সকালে  বিএলআর অফিসে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে যান। বিএলআরও দুই পক্ষকে ডেকে নিয়ে বৈঠক করেন। গোটা বিষয়টি উচ্চমহলে জানাবেন বলে জানিয়েছেন বিএলআরও।

Barasat: খাসজমি দখলের অভিযোগ মিলের বিরুদ্ধে, BLRO অফিসে বিক্ষোভ
BLRO অফিসে বিক্ষোভImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2024 | 3:25 PM

বারাসত:  খাস জমি দখলের বিরূদ্ধে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বারাসত ব্লক ১ পীরগাছা সারা পুর মৌজার গ্রামবাসীরা। বিএলআরওর কাছে অভিযোগ করেন ওইখানে থাকা একটি  স্প্রিং মিল জমি জবরদখল করে নিচ্ছে, যা খাস জমি।

বৃহস্পতিবার সকালে  বিএলআর অফিসে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে যান। বিএলআরও দুই পক্ষকে ডেকে নিয়ে বৈঠক করেন। গোটা বিষয়টি উচ্চমহলে জানাবেন বলে জানিয়েছেন বিএলআরও। যদিও গ্রামবাসীদের অভিযোগ, ওই কোম্পানি জবরদখল করে জমি নিজেদের আয়ত্তে নিয়ে পাঁচিল দিয়ে দিচ্ছে।

মিলের পক্ষে আইনজীবী মহিদুল ইসলাম জানিয়েছেন বৈঠকে বিএলআরও ফিজিক্যাল ভেরিফিকেশনের কথা বলেছেন। ফিজিক্যাল ভেরিফিকেশনে তাঁদের আপত্তি নেই।  তাঁর বক্তব্য, “আমরা কোনরকম বাড়তি জমি দখল করছি না। নিজেদের জমি বাউন্ডারি দেওয়া হচ্ছে।”

প্রসঙ্গত, বুধবারই ভাঙড়ে একটি রাইস মিলের বিরুদ্ধে অভিযোগ ওঠে সরকারি জমি দখল করার। গত মাসেই ভাঙরের দুটি রাইস মিলে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। সেই রাইস মিলটি তৈরির সময় প্রায় এক বিঘা সরকারি জমি জবরদখল করে তৈরি হয়েছিল বলে অভিযোগ। বুধবার সেই জমি পুনরুদ্ধার করে প্রশাসন।