Barasat Election 2024 Result: স্বপনের স্বপ্নভঙ্গ, বারাসতে কাকলির জয়-জয়কার

Jun 06, 2024 | 3:08 PM

West Bengal Barasat Election Result 2024: ২০০৯ সাল থেকে বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষদস্তিদার। ২০১৪ সালের নির্বাচনে তৃণমূল প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ফরওয়ার্ড ব্লক। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় বিজেপির। আর চব্বিশের নির্বাচনেও বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন কাকলি। তিনি জিতলেন ১ লক্ষ ১৪ হাজার ১৮৯ ভোটের ব্যবধানে।

Barasat Election 2024 Result: স্বপনের স্বপ্নভঙ্গ, বারাসতে কাকলির জয়-জয়কার
দেখে নিন কে কত ভোট পেলেন

Follow Us

পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

বারাসত: উত্তর ২৪ পরগনার এই লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল। কংগ্রেসও একাধিকবার এই কেন্দ্রে জিতেছে। ১৯৯৮ সালে প্রথমবার বারাসত লোকসভা কেন্দ্রে জেতে তৃণমূল কংগ্রেস। ২০০৪ সালের নির্বাচনে ফরওয়ার্ড ব্লক আসনটি পুনর্দখল করে। কিন্তু, ২০০৯ সাল থেকে তৃণমূলের দখলে রয়েছে বারাসত। চব্বিশের নির্বাচনে দুই ফুলের সঙ্গে লড়াইয়ের ময়দানে ছিল ফরওয়ার্ড ব্লক। তবে এবারও বারাসত কেন্দ্র নিজের দখলে রাখলেন কাকলি। দেখে নিন কে কত ভোট পেলেন।

বারাসত:

দল প্রার্থী রাউন্ড প্রাপ্ত ভোট এগিয়ে/পিছিয়ে ভোট শতাংশ
তৃণমূল কাকলি ঘোষদস্তিদার ৬,৯২,০১০ জয়ী ৪৫.১৫
বিজেপি স্বপন মজুমদার ৫,৭৭,৮২১ পরাজিত ৩৭.৭
ফরওয়ার্ড ব্লক সঞ্জীব চট্টোপাধ্যায় ১,২১,৪৪০ পরাজিত ৭.৯২

 

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র ফরওয়ার্ড ব্লক বিজেপি তৃণমূল
২০১৯ হাবড়া ১০,১১৫ ৯৭,৩১০ ৭৭,৮৫৮
২০২১ হাবড়া ২১,৯৯৪ (সিপিএম) ৮৬,৬৯২ ৯০,৫৩৩
২০১৯ অশোকনগর ১৯,৪২৩ ৭৯,৫৯২ ৯৩,১০৯
২০২১ অশোকনগর প্রার্থী দেয়নি ৭০,০৫৫ ৯৩,৫৮৭
২০১৯ রাজারহাট-নিউটাউন ১৪,৯৮২ ৭৯,৭০০ ১,০৩,৩৪৩
২০২১ রাজারহাট-নিউটাউন ৩১,৫৪৩ (সিপিএম) ৭০,৯৪২ ১,২৭,৩৭৪
২০১৯ বিধাননগর ১৪,৩১৪ ৭৭,৮৭২ ৫৮,৯৫৬
২০২১ বিধাননগর ১২,৮২১ (কংগ্রেস) ৬৭,৯১৫ ৭৫,৯১২
২০১৯ মধ্যমগ্রাম ২৪,৬৫২ ৭২,৩৭৯ ১,০৬,৮১৫
২০২১ মধ্যমগ্রাম প্রার্থী দেয়নি ৬৪,৬১৫ ১,১২,৭৪১
২০১৯ বারাসত ২১,০৩৩ ৮৯,৪৩৩ ৯৩,০২৩
২০২১ বারাসত ৩৪,১৭১ ৮০,৬৪৮ ১,০৪,৪৩১
২০১৯ দেগঙ্গা ১৯,২৯৮ ৪০,৮০৯ ১,১৪,৭১৫
২০২১ দেগঙ্গা ২,৯৪২ ৩৮,৪৪৬ ১,০০,১০৫

 

Next Article