Basirhat Crime: স্রেফ একটাই শব্দ বলেছিল, ভাতের ফ্যান দিয়ে বাচ্চা মেয়েটার শরীর ঝলসে দিল বৌদি…

বসিরহাট: বাবার বাড়িতে জমি জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল। তাই বাবা-মায়ের সঙ্গে বছর এগারোর মেয়েটা মামারবাড়িতেই থাকত। কিন্তু সেটা আবার মেনে নিতে পারতেন না মামি, মামার ছেলেরা। সব রাগ গিয়ে পড়েছিল বাচ্চা মেয়েটার ওপর। তাকেই নানাভাবে অত্যাচার করত বলে অভিযোগ। সীমা ছাড়াল সোমবার। জল খেতে রান্না ঘরে যাওয়ায় ১১ বছরের মেয়েটার গায়ে ও মুখে ভাতের ফ্যান […]

Basirhat Crime: স্রেফ একটাই শব্দ বলেছিল, ভাতের ফ্যান দিয়ে বাচ্চা মেয়েটার শরীর ঝলসে দিল বৌদি...
বসিরহাট ভাগ্নীর গায়ে ভাতের ফ্যান ঢালার অভিযোগ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2022 | 11:20 AM

বসিরহাট: বাবার বাড়িতে জমি জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল। তাই বাবা-মায়ের সঙ্গে বছর এগারোর মেয়েটা মামারবাড়িতেই থাকত। কিন্তু সেটা আবার মেনে নিতে পারতেন না মামি, মামার ছেলেরা। সব রাগ গিয়ে পড়েছিল বাচ্চা মেয়েটার ওপর। তাকেই নানাভাবে অত্যাচার করত বলে অভিযোগ। সীমা ছাড়াল সোমবার। জল খেতে রান্না ঘরে যাওয়ায় ১১ বছরের মেয়েটার গায়ে ও মুখে ভাতের ফ্যান ছুড়ে মারার অভিযোগ উঠল মামাতো বৌদির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাড়োয়ার শালিপুর গ্রামে।

মিনাখাঁ থানার মালেয়াড়ি গ্রামের বাসিন্দা ১১বছরের পাপিয়া খাতুনের বাবার বাড়িতে জায়গা জমি সমস্যা রয়েছে। সে কারণে বাবা-মায়ের সঙ্গে মামার বাড়িতেই থাকতেন প্রায় এক বছর ধরে। অভিযোগ, বড় মামা, মামি, মামার ছেলে ও তাঁর স্ত্রী দিনের পর দিন ওই শিশু কন্যার সঙ্গে দুর্ব্যবহার করতেন। গালিগালাজ এমনকি মাঝেমধ্যে মারধর করতেন বলেও অভিযোগ। সোমবার সকালে ওই শিশুকন্যা খাওয়ার জল আনতে গিয়েছিল। অভিযোগ, ঠিক তখনই বড় মামার বড় বৌমা অর্থাৎ শিশুকন্যার মামাতো বৌদি গরম ভাত রান্না করার পর ফ্যান পাপিয়ার গায়ে ও মুখে ছুড়ে মারেন।

জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকে পাপিয়া। সে সময় তার বাবা-মা ঘরে ছিলেন না। বাচ্চা মেয়েটার কান্না শুনতে পেয়ে ছুটে এসেছিলেন প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দারা শিশুকন্যাটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা ১১ বছরের পাপিয়া খাতুনকে কলকাতার আর.জি. কর মেডিক‍্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

চিকিৎসকেরা জানিয়েছেন শিশুকন্যার বুকের ডান দিক সম্পূর্ণ ঝলসে গিয়েছে। এবং তার শরীরে যথেষ্ট পুড়ে গিয়েছে। শিশুকন্যার অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। ঘটনায় শিশুকন্যার বাবা হাড়োয়া থানায় অভিযুক্ত মামনি বিবি, আজারুল মোল্লা, গুলাল বিবি ও আজান মোল্লা এই চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মামনি বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। শুধুই কি পরিবারিক ঝামেলা? নাকি অন্য কোনও কারণ রয়েছে? সেটাও খতিয়ে দেখছে পুলিশ। যদিও অভিযুক্তদের দাবি, অসাবধানতাবশত ভাতের ফ্যান ফেলতে গিয়ে শিশুকন্যার গায়ে গিয়ে পড়ে।

আরও পড়ুন: Bongaon Suicide: মোবাইলের ভিডিয়ো রেকর্ডিং তখনও অন, পাড়ার ড্যাশিং ছেলের জন্য ভালোবাসার চরম প্রমাণ দিলেন ‘বুড়ি’ প্রেমিকা

আরও পড়ুন: Crime News: ননদের বর শারীরিক সম্পর্কের জন্য জোর দিত… তা বলে এমন কাণ্ড! ভাবতেই পারছে না পরিবার