Basirhat Mysterious Death: রাতে একসঙ্গে খেতে বসেছিলেন, এক গ্রাস ভাত মুখ দিতেই মাটিতে লুটিয়ে পড়লেন বাড়ির কর্ত্রী…স্থবির পরিবার

Basirhat Mysterious Death: পরিবারের সদস্যরা জল খাওয়ান, অনেক চেষ্টা করেন। কিন্তু হাঁপাতে হাঁপাতেই ধীরে ধীরে সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। পরিবারের লোকজন তাঁকে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

Basirhat Mysterious Death: রাতে একসঙ্গে খেতে বসেছিলেন, এক গ্রাস ভাত মুখ দিতেই মাটিতে লুটিয়ে পড়লেন বাড়ির কর্ত্রী...স্থবির পরিবার
প্রতিবেশীরাও স্তম্ভিত
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2023 | 12:31 PM

বসিরহাট: রাতে রান্নাবান্নাও করেন। পরিবারের সদস্যদের সঙ্গে বসে ভাতও খাচ্ছিলেন। আচমকাই একটা শ্বাস ওঠে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিছু বুঝে ওঠার আগেই পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে যান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। গলায় একটা ভাতের টুকরো আগে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসনাবাদে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাধনা গঙ্গোপাধ্যায় (৫৯)। তাঁর বাড়ি বিশপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঘেড়ি গ্রামে। তবে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে ভাত খাচ্ছিলেন সাধনা। সেই সময় ওই বধূর গলায় ভাত আটকে যায়। শ্বাসরুদ্ধ হয়ে পড়েন ওই গৃহবধূ। ভীষণ হাঁপাতে থাকেন তিনি। পরিবারের সদস্যরা জল খাওয়ান, অনেক চেষ্টা করেন। কিন্তু হাঁপাতে হাঁপাতেই ধীরে ধীরে সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। পরিবারের লোকজন তাঁকে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে ওই মহিলার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। গলায় ভাত আটকেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু? না এর পিছনে অন্য কোন কারণ রয়েছে, সেটাও খতিয়ে দেখছে হাসনাবাদ থানার পুলিশ।

ঘটনার আকস্মিকতায় রীতিমতো স্তম্ভিত বাড়ির সদস্য থেকে প্রতিবেশীরাও। পরিবারের এক সদস্য বলেন, “খাওয়ার সময়ে বিষম খায়। ভীষণ কাষতে থাকে। আমরা জল দিই খেতে। খাওয়ার সময়ে তো অনেকেই বিষয় খায়, আমরা ভাবতেই পারিনি এমন কিছু হয়ে যেতে পারে।”