TMC: শিব মন্দিরে পুজো হাজি নুরুলের, সুন্দরবনে প্রচার শুরু তৃণমূল প্রার্থীর

অর্ণব ব্রহ্ম | Edited By: Soumya Saha

Apr 02, 2024 | 9:11 PM

Basirhat: দুলদুলিতে প্রচারপর্ব শুরুই করলেন স্থানীয় এক শিব মন্দিরে পুজো দিয়ে। তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোটের প্রচারে দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছাস ও উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের তরফে এদিন বাইক র‌্যালির আয়োজনও করা হয়েছিল দুলদুলিতে।

TMC: শিব মন্দিরে পুজো হাজি নুরুলের, সুন্দরবনে প্রচার শুরু তৃণমূল প্রার্থীর
হাজি নুরুল ইসলাম
Image Credit source: TV9 Bangla

Follow Us

হিঙ্গলগঞ্জ: শিব মন্দিরে পুজো দিয়ে সুন্দরবনে প্রচার শুরু করে দিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে হিঙ্গলগঞ্জের সুন্দরবন লাগোয়া দুলদুলিতে ভোটের প্রচারে যান তিনি। আর দুলদুলিতে প্রচারপর্ব শুরুই করলেন স্থানীয় এক শিব মন্দিরে পুজো দিয়ে। তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোটের প্রচারে দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছাস ও উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের তরফে এদিন বাইক র‌্যালির আয়োজনও করা হয়েছিল দুলদুলিতে।

উল্লেখ্য,  উনিশের লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন অভিনেত্রী নুসরত জাহান। তবে এবার আর নুসরত টিকিট পাননি লোকসভায়। তাঁর বদলে বসিরহাটের রাজনীতির ময়দানে পোড় খাওয়া হাজি নুরুল ইসলামকেই প্রার্থী করেছে তৃণমূল। অতীতেও তিনি বসিরহাট থেকে সাংসদ হয়েছিলেন। ২০০৯ সালের লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছিলেন তিনি। এবার সেই অভিজ্ঞ রাজনীতিকের উপরেই ভরসা রেখেছে দলের শীর্ষ নেতৃত্ব।

এবার প্রচারে নেমেও যথেষ্ট আত্মবিশ্বাসী হাজি নুরুল ইসলাম। বলছেন, ‘২০০৯ সালে হিঙ্গলগঞ্জের মানুষের সঙ্গে যেভাবে ছিলাম, আমরা আবার সবাইকে নিয়ে উন্নয়নের কাজ করব। হিঙ্গলগঞ্জের মানুষের আশা পূরণ করার চেষ্টা করব।’

উল্লেখ্য, বসিরহাট লোকসভা কেন্দ্র এবারের ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। সম্প্রতি সন্দেশখালি ইস্যুতে শাসক শিবিরের দিকে নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছে বিজেপি। বিজেপির থেকে এবার পদ্ম টিকিটে প্রার্থী করা হয়েছে সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাঁকে ফোন করেছেন, ভোটের আগে বসিরহাট সংসদীয় এলাকার হালচাল জানতে চেয়েছেন রেখা পাত্রর থেকে। এবারের লোকসভা ভোটে তৃণমূলকে কাঁটায় কাঁটায় টক্কর দিতে তৈরি বিজেপি। এখন দেখার ৪ জুন বসিরহাটের আমজনতার রায় কোন দিকে মোড় নেয়।

 

Next Article