AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM-BJP: সিপিএমের পার্টি অফিসে বিজেপির CAA-SIR হেল্পডেস্ক! ছুটে এল পুলিশ

CAA-SIR Helpdesk: বুধবার বিকালে ওই কার্যালয়ের তালা খুলে ভেতরে দলীয় পোস্টার টাঙিয়ে ক্যাম্প করতে দেখা যায় বিজেপির কর্মী সমর্থকদের। এ নিয়ে চাপানউতোর শুরু হতেই সাফাই দিতে শুরু করেছেন এলাকার সিপিএম নেতারা। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।

CPIM-BJP: সিপিএমের পার্টি অফিসে বিজেপির CAA-SIR হেল্পডেস্ক! ছুটে এল পুলিশ
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 05, 2025 | 4:02 PM
Share

হাবড়া: দরজায় কড়া নাড়ছে ভোট। আর তার আগে ফের একবার রাম-বাম তত্ত্বে সুর চড়াতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এরইমধ্যে উত্তর ২৪ পরগনার হাবরার উপনে এলাকায় দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। এখানেই রয়েছে সিপিএমের বহু পুরনো এক দলীয় কার্যালয়। আর সেখানেই উড়ল বিজেপির পতাকা, দেখা গেল ব্য়ানার, হয়ে গেল  সিএএ এবং এসআইআর সহায়তা ক্যাম্প। আর তা নিয়েই এলাকার রাজনৈতিক মহল তো বটেই রাজ্য-রাজনীতির আঙিনাতে ফের একবাক বিজেপি-সিপিএম আঁতাত নিয়ে জোরজার তরজা শুরু করে দিয়েছে শাসকদল। 

বুধবার বিকালে ওই কার্যালয়ের তালা খুলে ভেতরে দলীয় পোস্টার টাঙিয়ে ক্যাম্প করতে দেখা যায় বিজেপির কর্মী সমর্থকদের। এ নিয়ে চাপানউতোর শুরু হতেই সাফাই দিতে শুরু করেছেন এলাকার সিপিএম নেতারা। তাঁরা বলছেন, ওই পার্টি অফিসের চাবি খোকন মহান্ত নামে দলেরই এক সদস্যের কাছে থাকে। তিনি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছেন। তাই তাঁদের পক্ষে কিছু জানা সম্ভব হয়নি। সিপিএম বলছে এই কাজের পর তাঁরা খোকনের বিরুদ্ধে বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন। যদিও বিজেপি বলছে, খোকন সহ সিপিএমের অনেক কর্মীই দীর্ঘদিন থেকেই তাঁদেরই দিকেই রয়েছে। বিজেপি নেতা বিশ্বেশ্বর মণ্ডল বলছেন, “সিপিএমের পার্টি অফিস ওটা অনেক আগে ছিল। যাঁরা ওটার দায়িত্বে ছিলেন তাঁরা সব আমাদের বিজেপির মধ্যেই রয়েছে। ওই কর্মীরাই বলে এতে কোনও সমস্যা হবে না। খোকনরা তো স্পষ্টই বলে ওখানে বিরোধিতা করার কেউ নেই।” 

সিপিএম নেতা নারায়ণ চন্দ্র দাস যদিও বলছেন, “তালা খোকনই খুলেছে। আমরা ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেব। ও আমাদের সঙ্গেই থাকে। এখন বিজেপির প্রলোভনে পড়ে এটা করেছে।”  

 তবে এত কিছুর মধ্যে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। তৃণমূল নেতা পুলক চট্টোপাধ্য়ায় বলছেন, “দলনেত্রী আগেই বলেছিলেন রাজ্য়ে সিপিএম-বিজেপির আঁতাত রয়েছে। ভোট এলে সিপিএমের ভোট বিজেপিতে গিয়ে সিপিএম শূন্য হয়। সিপিএমের দলীয় কার্যালয়ে বিজেপির ক্যাম্প সেই ঘটনারই প্রমাণ।” এদিকে চাপানউতোরের মধ্যে খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে হাবড়া থানার পুলিশ খোকনের কাছে থাকা চাবি নিয়ে সিপিএম নেতৃত্বের হাতে তুলে দিয়েছে বলে জানা যাচ্ছে।