Student Death: বাড়ি হাবরায়, শিয়ালদহে কলেজের প্রজেক্ট আনতে বেরিয়ে ১১৮ কিলোমিটার দূরে দেহ উদ্ধার ছাত্রের

Surendranath College Student Death: কীভাবে ছেলের মৃত্যু হল, আর বাড়ি থেকে এত দূরেই বা কীভাবে গেল স্বাগত, তা ভেবে কূল কিনারা পাচ্ছেন না পরিবারের লোকেরা। কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির লোকেরা। গোটা এলাকায় শোকের ছায়া।

Student Death: বাড়ি হাবরায়, শিয়ালদহে কলেজের প্রজেক্ট আনতে বেরিয়ে ১১৮ কিলোমিটার দূরে দেহ উদ্ধার ছাত্রের
পড়ুয়ার রহস্য মৃত্যুImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2023 | 5:47 PM

হাবরা: সুরেন্দ্রনাথ কলেজের পড়ুয়া। বাড়ি উত্তর ২৪ পরগনার হাবরায়। স্বাগত বণিক নামে প্রথম বর্ষের ওই কলেজ পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় পূর্ব মেদিনীপুরের ক্ষীরাইয়ে। রেল লাইনের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল যুবকের দেহ। বাড়ি থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে কীভাবে ওই কলেজ পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হল, তা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। মঙ্গলবার রাতে ছাত্রের দেহ এসে পৌঁছেছে হাবরার বাড়িতে। কীভাবে ছেলের মৃত্যু হল, আর বাড়ি থেকে এত দূরেই বা কীভাবে গেল স্বাগত, তা ভেবে কূল কিনারা পাচ্ছেন না পরিবারের লোকেরা। কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির লোকেরা। গোটা এলাকায় শোকের ছায়া।

পরিবারের লোকেরা বলছেন, গত ২ তারিখ বাড়ি থেকে বেরিয়েছিল স্বাগত। ফোন বাড়িতেই রেখে গিয়েছিল। বলেছিল, হাবরা থেকে শিয়ালদহে যাচ্ছে। কলেজের পড়াশোনা সংক্রান্ত কোনও প্রজেক্ট আনতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। সারারাত দুশ্চিন্তায় কাটে পরিবারের। খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোনও লাভ হয় না। এদিকে রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার পরেও ছেলে বাড়ি না ফেরায় আর অপেক্ষা করেননি পরিবারের লোকেরা। পুলিশে খবর দেন। হাবরা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর পুলিশও খোঁজখবর নিতে শুরু করে। শেষে ৪ তারিখ রাতে জানা যায়, পূর্ব মেদিনীপুরের ক্ষীরাইয়ে রেল লাইনের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় স্বাগতর দেহ পড়ে থাকার বিষয়টি।

কলেজের প্রজেক্ট আনতে গিয়ে কীভাবে ছেলে ক্ষীরাইয়ে চলে গেল, কীভাবেই বা ছেলের মৃত্যু হল, সেই উত্তর এখনও অধরা পরিবারের কাছে। ছেলের মৃত্যু নিয়ে, একাধিক রহস্য দানা বাঁধছে পরিবারের মনে। যথাযথ তদন্ত চাইছেন বাড়ির লোকজন।