Gold smuggling: টোটোর ব্যাটারিতে সোনা পাচারের চেষ্টা! বিএসএফ-র হাতে ধরা পড়ল ব্যক্তি

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 20, 2021 | 11:44 AM

Basirhat: বছর ২৮ এর টোটো চালক সুমন মণ্ডল যাত্রী নিয়ে আসছিল।

Follow Us

বসিরহাট: টোটোর ব্যাটারির ভিতর সোনার বিস্কুট। সেই বিস্কুট নিয়ে বাংলাদেশে পাচারের ছক কষছিল ব্যক্তি। অবশেষ বিএসএফের হাতে গ্রেফতার ব্যক্তি।

সীমান্তে অভিনব পাচার রুখে দিল বিএসএফ। বসিরহাটের(Basirhat) স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা। শুক্রবার ভোররাতে বছর ২৮ এর টোটো চালক সুমন মণ্ডল যাত্রী নিয়ে আসছিল। সেই সময়ে ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডিং অফিসার স্বরূপ কুমার গোগোই এর নেতৃত্বে টোটো গাড়িটিকে আটকে তল্লাশি চালানো হয়। তল্লাশির পর টোটোর ব্যাটারি থেকে ৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়। ওজন প্রায় ৭০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। হাতেনাতে টোটো চালক সুমনকে আটক করে বিএসএফ।

পাচারের আগেই উদ্ধার সোনার বিস্কুট

তারপর তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া সোনার বিস্কুট তেঁতুলিয়া শুল্ক দফ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। টোটো গাড়িটিকে আটক করা হয়েছে। সীমান্ত রক্ষীবাহিনীর প্রাথমিক অনুমান এগুলো ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ হয়ে এগুলি ভারতে ঢুকেছে। এর সঙ্গে কোনও আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃত সুমনকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

উল্লেখ্য, গত পরশু রূপো পাচার করতে গিয়ে হাতেনাথে ধরা পড়ে এক পাচারকারী। মঙ্গলবার ভোররাতে এক পাচারকারী সহ ৭ দশমিক ৫২৫ কেজি রুপোর গয়না উদ্ধার করেল বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের এফ কোম্পানির জওয়ানরা। বাংলাদেশে পাচারের আগেই সীমান্তেই বাজেয়াপ্ত করলো এইসব সামগ্রী। উদ্ধারকৃত ওই রুপার গয়নার বাজার মূল্য ৩ লক্ষ ৬১ হাজার ৮৭৭ টাকা বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।

ওই পাচারকারীর নাম আব্দুল মালেক সরদার, তার বাড়ি সীমান্তের দহরকান্দা গ্রামে। একটি মোটরবাইকের টিউবের মধ্যে রূপোর গহনাগুলি নিয়ে যাচ্ছিল সে। সেই সময় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে বিএসএফ জওয়ানরা।উদ্ধার হওয়া রূপোর গহনা ও তার ব্যবহৃত মোটরবাইকটি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃত পাচারকারীকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এই কাজের সঙ্গে অন্য কারা জড়িত আছে বা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে তার কোন যোগাযোগ আছে কিনা তা তদন্ত শুরু করেছে সীমান্তের বিএসএফ জওয়ানরা।

এদিকে,বিএসএফের এলাকাবৃদ্ধি (BSF Border) নিয়ে মঙ্গলবার বিধানসভায় সরকারি প্রস্তাব আসবে। কেন্দ্রের বিএসএফের এলাকাবৃদ্ধির সিদ্ধান্ত আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আঘাত। এই মর্মেই সরকারি প্রস্তাব আসবে। মঙ্গলবার বিধানসভার দ্বিতীয়ার্ধে সরকার পক্ষের তরফে এই প্রস্তাব নিয়ে বলার কথা উদয়ন গুহ, তাপস রায়, হুমায়ুন কবীর, রফিকুল ইসলাম মন্ডলদের। প্রস্তাব পাঠ করবেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বক্তা হিসাবে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই পাঞ্জাব বিধানসভায় এই মর্মে প্রস্তাব পাশ হয়েছে। যা সোমবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে মনে করিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফের হাতে ক্ষমতা দেওয়ার বিরুদ্ধে সরকারের বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করে সোমবারেরই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

আরও পড়ুন: Centre’s Decision on Farm Laws: কৃষি আইন কেন প্রত্যাহার করল সরকার? জানুন নমোর দশ কথায়

বসিরহাট: টোটোর ব্যাটারির ভিতর সোনার বিস্কুট। সেই বিস্কুট নিয়ে বাংলাদেশে পাচারের ছক কষছিল ব্যক্তি। অবশেষ বিএসএফের হাতে গ্রেফতার ব্যক্তি।

সীমান্তে অভিনব পাচার রুখে দিল বিএসএফ। বসিরহাটের(Basirhat) স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা। শুক্রবার ভোররাতে বছর ২৮ এর টোটো চালক সুমন মণ্ডল যাত্রী নিয়ে আসছিল। সেই সময়ে ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডিং অফিসার স্বরূপ কুমার গোগোই এর নেতৃত্বে টোটো গাড়িটিকে আটকে তল্লাশি চালানো হয়। তল্লাশির পর টোটোর ব্যাটারি থেকে ৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়। ওজন প্রায় ৭০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। হাতেনাতে টোটো চালক সুমনকে আটক করে বিএসএফ।

পাচারের আগেই উদ্ধার সোনার বিস্কুট

তারপর তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া সোনার বিস্কুট তেঁতুলিয়া শুল্ক দফ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। টোটো গাড়িটিকে আটক করা হয়েছে। সীমান্ত রক্ষীবাহিনীর প্রাথমিক অনুমান এগুলো ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ হয়ে এগুলি ভারতে ঢুকেছে। এর সঙ্গে কোনও আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃত সুমনকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

উল্লেখ্য, গত পরশু রূপো পাচার করতে গিয়ে হাতেনাথে ধরা পড়ে এক পাচারকারী। মঙ্গলবার ভোররাতে এক পাচারকারী সহ ৭ দশমিক ৫২৫ কেজি রুপোর গয়না উদ্ধার করেল বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের এফ কোম্পানির জওয়ানরা। বাংলাদেশে পাচারের আগেই সীমান্তেই বাজেয়াপ্ত করলো এইসব সামগ্রী। উদ্ধারকৃত ওই রুপার গয়নার বাজার মূল্য ৩ লক্ষ ৬১ হাজার ৮৭৭ টাকা বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।

ওই পাচারকারীর নাম আব্দুল মালেক সরদার, তার বাড়ি সীমান্তের দহরকান্দা গ্রামে। একটি মোটরবাইকের টিউবের মধ্যে রূপোর গহনাগুলি নিয়ে যাচ্ছিল সে। সেই সময় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে বিএসএফ জওয়ানরা।উদ্ধার হওয়া রূপোর গহনা ও তার ব্যবহৃত মোটরবাইকটি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃত পাচারকারীকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এই কাজের সঙ্গে অন্য কারা জড়িত আছে বা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে তার কোন যোগাযোগ আছে কিনা তা তদন্ত শুরু করেছে সীমান্তের বিএসএফ জওয়ানরা।

এদিকে,বিএসএফের এলাকাবৃদ্ধি (BSF Border) নিয়ে মঙ্গলবার বিধানসভায় সরকারি প্রস্তাব আসবে। কেন্দ্রের বিএসএফের এলাকাবৃদ্ধির সিদ্ধান্ত আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আঘাত। এই মর্মেই সরকারি প্রস্তাব আসবে। মঙ্গলবার বিধানসভার দ্বিতীয়ার্ধে সরকার পক্ষের তরফে এই প্রস্তাব নিয়ে বলার কথা উদয়ন গুহ, তাপস রায়, হুমায়ুন কবীর, রফিকুল ইসলাম মন্ডলদের। প্রস্তাব পাঠ করবেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বক্তা হিসাবে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই পাঞ্জাব বিধানসভায় এই মর্মে প্রস্তাব পাশ হয়েছে। যা সোমবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে মনে করিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফের হাতে ক্ষমতা দেওয়ার বিরুদ্ধে সরকারের বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করে সোমবারেরই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

আরও পড়ুন: Centre’s Decision on Farm Laws: কৃষি আইন কেন প্রত্যাহার করল সরকার? জানুন নমোর দশ কথায়

Next Article