Amit Shah: ‘বাংলার জনগণকে বলছি বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে তবেই নিঃশ্বাস নেব’
Amit Shah: অমিত শাহ বলেন, "২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীজী বিভিন্ন ক্ষেত্রে নতুন-নতুন সূচনা করেছেন। আরোগ্য প্রকল্পে প্রত্যেকে পাঁচ লক্ষ টাকা করে পান। তবে বাংলার লোকজন হয়ত এই প্রকল্পের সুবিধা কম পেয়ে থাকেন। তবে চিন্তা করবেন না, ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে আপনারাও এই প্রকল্পের সুবিধা পাবেন।"
বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেট্রাপোলের যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মন্ত্রী। সেখানে থেকে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন অমিত শাহ। বলেছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ রুখে দেবেন তাঁরা। এক নজরে অমিত শাহর বক্তব্য
সর্বশেষ তথ্য উপরে…
- অমিত শাহ: ইউপিএ সরকার কেন্দ্রে থাকাকালীন ১০ বছরে বাংলায় কেবল ২ লক্ষ ৯ হাজর কোটি টাকা দিয়েছিল। আর বিজেপি ২০১৪ থেকে ২০২৪ এ- ৭ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা দেওয়ার কাজ চলছে। কিন্তু প্রধানমন্ত্রী যে টাকা পাঠায় তা দুর্নীতির বলি হয়ে যায়। তবে আমি বলছি আপনাদের আচ্ছে দিন শুরু হবে।
- অমিত শাহ: নরেন্দ্র মোদী সরকার যেভাবে পশ্চিমবঙ্গ কে অর্থনৈতিকভাবে সাহায্য করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কে বলব আপনি তখন কি করছিলেন যখন ইউপিএ সরকার রাজ্যকে কোনও অর্থনৈতিক সুবিধা দিচ্ছিল না? একদিন এই বাংলা সোনার বাংলা হবে। এই বাংলা শস্য শ্যামলা হবে।আমরা সোনার বাংলার সরকার করব।২০২৬ সাল বাংলার মানুষের জন্য সোনার বাংলা নিয়ে আসবে।
- অমিত শাহ: পেট্রাপোল ল্যান্ড পোর্ট দক্ষিণ এশিয়া সব থেকে বড় বন্দর। সব থেকে ব্যস্ত বন্দর। ভারত-বাংলাদেশের ব্যবসা এর ৭০ শতাংশ এই বন্দর থেকে হয়।
- অমিত শাহ: অনুপ্রবেশ বন্ধ হলে তবেই পার্টনারশিপ বাড়বে। বাংলাদেশ-ভারত, নেপাল-ভারত, মায়ানমার-ভারত, এই দেশগুলি সীমান্তে থাকায় এদের সকলের ভাষা-সংস্কৃতীর আদান-প্রদান হবে। যার মাধ্যমে নতুন যুগের সূচনা হবে।
- অমিত শাহ: বাংলার জনগণকে বলছি ২০২৬-এ পরিবর্তন আনুন। আমরা ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে তবেই স্বস্তির নিঃশ্বাস নেব। এই অনুপ্রবেশ বন্ধ হলে তবেই বাংলায় শান্তি ফিরবে।
- অমিত শাহ: ল্য়ান্ড পোর্ট অথারিটি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করছে। আমি শান্তনুজীকে জিজ্ঞাসা করলাম বাংলাদেশ কত মানুষ আসেন এখানে চিকিৎসা করাতে? উনি বললেন কল্যাণী এইমসে তো প্রায় প্রতিদিনই কম করে পাঁচ থেকে ছ’হাজার মানুষ চিকিৎসা করাতে আসেন। এর ফলে আমাদের রোজগার বাড়ে।
- অমিত শাহ: ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীজী বিভিন্ন ক্ষেত্রে নতুন-নতুন সূচনা করেছেন। আরোগ্য প্রকল্পে প্রত্যেকে পাঁচ লক্ষ টাকা করে পান। তবে বাংলার লোকজন হয়ত এই প্রকল্পের সুবিধা কম পেয়ে থাকেন। তবে চিন্তা করবেন না, ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে আপনারাও এই প্রকল্পের সুবিধা পাবেন।
- অমিত শাহ: আজ যতীন দাসের জন্মদিন। তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি। আজ এখানে ইন্টিগ্রেটেড চেক পোস্ট, যাত্রী টার্মিনাল, মৈত্রী দ্বারের উদ্বোধন হল। হয়ত মনে হতে এটা খুব ছোট জিনিস। তবে এটা প্রমাণ করে যে আমাদের প্রধানমন্ত্রী কতটা দূরদর্শী যে তিনি প্রতিটি বিষয়ে ছোট-ছোট দিকে তিনি নজর রাখেন।