News9 Global Summit: সেজে উঠেছে স্টুটগার্ট, ভবিষ্যতের উন্নয়নের পথ খোঁজা হবে নিউজ৯ গ্লোবাল সামিটে!
News9 Global Summit: তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বক্তব্য রাখবেন ভারত এবং জার্মানির যৌথ উদ্যোগে ভবিষ্যতে এগিয়ে চলার বিষয়ে।
সেজে উঠেছে জার্মানির স্টুটগার্ট শহরের ঐতিহাসিক এমএইচপি এরিয়ানা স্টেডিয়াম। আর তো কয়েক মূহুর্তের অপেক্ষা। তারপরেই বহুল প্রতীক্ষিত নিউজ৯ গ্লোবাল সামিট, জার্মানি এডিশন। আয়োজনে ভারতের এক নম্বর নিউজ নেটওয়ার্ক টিভি৯ নেটওয়ার্ক। সহ আয়োজকের ভূমিকায় বুন্দেসলিগার ভিএফবি স্টুটগার্ট। ‘ইন্ডিয়া অ্যান্ড জার্মানি: আ রোড ম্যাপ ফর সাসটেনেবল গ্রোথ’ খোঁজার উদ্দেশ্যেই জার্মানিতে ২১-২৩ তারিখ তিনব্যাপী এই বিশাল শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে টিভি৯ নেটওয়ার্ক। দেশের মাটি ছেড়ে বিদেশে এসে এত বড় মাপের একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করল এই প্রথম কোনও ভারতীয় মিডিয়া সংস্থা।
তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বক্তব্য রাখবেন ভারত এবং জার্মানির যৌথ উদ্যোগে ভবিষ্যতে এগিয়ে চলার বিষয়ে। তিনদিন ব্যাপী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। নিজের মত প্রকাশ করবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও।
এই অনুষ্ঠানের মূল আকর্ষণ দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ। ‘ইন্ডিয়া: ইনসাউড দ্য গ্লোবাল ব্রাইট স্পট’ এই শীর্ষক বিষয়ে ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রযুক্তি থেকে অর্থনীতি, ব্যবসা, সমাজ নানা বিষয়ে টেকসই উন্নয়ন এই সম্মেলনের মূল লক্ষ্য।
টিভি৯ নেটওয়ার্কের সিইও ও এমডি বরুণ দাস এই সম্মেলন নিয়ে বলেন, “ভারত ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটাতেই নিউজ৯ গ্লোবাল সামিটের আয়োজন। ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ এবং ভারতের গুরুত্বপূর্ণ বন্ধু হিসাবে তাই এই সম্মেলনের জন্য জার্মানিই আদর্শ জায়গা। ভারতের কোনও মিডিয়া সংস্থা হিসাবেও এমন উদ্যোগ এই প্রথম। ব্যবসা, প্রযুক্তি, রাজনীতি, সমাজ এবং সংস্কৃতি ক্ষেত্রে অগ্রগতির বিষয়েও আলোচনা হবে এই সম্মেলনে।”