IND vs AUS 1st Test: ‘নভেম্বর রেইন’, যেমন হতে পারে পারথে ভারত-অস্ট্রেলিয়ার একাদশ
IND vs AUS 1st Test Preview: ভারতীয় দলের প্রস্তুতিতেও এর প্রভাব পড়েছে। সঙ্গে সন্দেহও তৈরি করেছে। অস্ট্রেলিয়া এক স্পিনার হিসেবে নাথান লিয়ঁকেই খেলাবে। তাঁদের কাছে বিকল্প থাকছে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। বৃষ্টি হওয়ায় পিচে যে ফাটলের প্রত্যাশা করা হয়েছিল, আদৌ হবে কিনা, প্রশ্ন থাকেই।
অবশেষে। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। এ বারের বর্ডার-গাভাসকর ট্রফি পাঁচ ম্যাচের। পারথে প্রথম টেস্ট। ভারতীয় দলে নানা ক্রাইসিস। কয়েক দিন আগে অস্ট্রেলিয়া টিমেও একটা ক্রাইসিস কাজ করছিল। ওপেনিং। অনেক মহড়ার পর তারা নাথান ম্যাকসোয়েনিকে টিমে যোগ করেছে। ঘরোয়া ক্রিকেটে তিনে ব্যাট করলেও ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হতে চলেছে ওপেনার হিসেবে। সঙ্গী উসমান খোয়াজা। ভারতের ব্যাটিং কম্বিনেশ ঠিকই ছিল। শেষ মুহূর্তে অস্বস্তি তৈরি হয় শুভমন গিলের ছিটকে যাওয়ায়। কী পরিস্থিতি?
রোহিত শর্মা পিতৃত্বকালীন ছুটিতে। এই ম্যাচে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। রোহিত না থাকায় ওপেনিংয়ে একটা গ্যাপ তৈরি হয়েছিল। সে কারণেই লোকেশ রাহুলকে আগেভাগে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল। ভারত এ-দলের হয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিতে খেলেছিলেন রাহুল। সমস্যা তৈরি হয়েছে শুভমনের আঙুলের চোটে। ওপেনিং এবং তিন নম্বর, দুই পজিশন নিয়েই ভাবতে হচ্ছে। ভারত এ দলের সঙ্গে যাওয়া দেবদত্ত পাড়িক্কলকে রেখে দেওয়া হয়েছে।
যা পরিস্থিতি, যশস্বীর সঙ্গে ওপেন করবেন অভিজ্ঞ লোকেশ রাহুল, তিনে খেলানো হতে পারে দেবদত্তকে। আবার উল্টোটাও দেখা যেতে পারে, অর্থাৎ দেবদত্ত ওপেনিংয়ে এবং রাহুল তিনে। বোর্ডের তরফে যদিও মেইলে কিংবা সরকারি ভাবে দেবদত্তকে স্কোয়াডে যোগ করার কথা এখনও জানানো হয়নি। চার ও পাঁচে বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। ছয়ে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে ঢুকবেন ধ্রুব জুরেল। কিপার হলেও এমসিজি-তে প্র্যাক্টিস ম্যাচে দু-ইনিংসেই অনবদ্য ব্যাটিং করেছেন ধ্রুব। সরফরাজকে বেঞ্চেই কাটাতে হবে।
এই খবরটিও পড়ুন
ভারতীয় শিবিরে ভাবনা বাড়িয়েছে ‘নভেম্বর রেইন’। এ সময় পারথে বৃষ্ট হয় না। তবে এ বার হয়েছে। ভারতীয় দলের প্রস্তুতিতেও এর প্রভাব পড়েছে। সঙ্গে সন্দেহও তৈরি করেছে। অস্ট্রেলিয়া এক স্পিনার হিসেবে নাথান লিয়ঁকেই খেলাবে। তাঁদের কাছে বিকল্প থাকছে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। বৃষ্টি হওয়ায় পিচে যে ফাটলের প্রত্যাশা করা হয়েছিল, আদৌ হবে কিনা, প্রশ্ন থাকেই। সে কারণেই ভারতীয় শিবিরও এক স্পিনারের রাস্তায় হাঁটতে পারে। এখানেও দ্বিধা।
ভারত যদি এক স্পিনার খেলায়, তা হলে কে? রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর রয়েছেন। বিদেশের মাটিতে এক স্পিনার খেলানো হলে এত দিন সাধারণত দেখা যেতে রবীন্দ্র জাডেজাকেই। তার কারণ, জাডেজার ব্যাটিং পারফরম্যান্স। আর তাঁর ফিল্ডিং সবসময়ই আলাদা গুরুত্ব পায়। এ বার পরিস্থিতি আলাদা। এক স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে দেখা যেতে পারে। প্রথমত অস্ট্রেলিয়ার একাদশে তিন বাঁ হাতি এবং তাদের ব্যাটিং লাইন আপে সেরা স্টিভ স্মিথের বিরুদ্ধে অশ্বিনের অনবদ্য পরিসংখ্যান।
এক স্পিনার খেলানো হলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পাবেন নীতীশ রেড্ডি। অভিষেক হবে তাঁর। তেমনই বুমরার বোলিং পার্টনার কোন দুই পেসার হবেন, সেটা নিয়েও ভাবনার জায়গা। বুমরার সঙ্গী হিসেবে এগিয়ে তুলনামূলক অভিজ্ঞ মহম্মদ সিরাজ। তৃতীয় পেসার হিসেবে হর্ষিত রানার অভিষেকের সম্ভাবনা প্রবল। কিন্তু সিরাজ না আকাশদীপ এই নিয়ে যেমন ভাবনা, তেমনই হর্ষিত না প্রস্তুতি ম্যাচে অনবদ্য বোলিং করা প্রসিধ কৃষ্ণ, তা নিয়েও ভাবতে হচ্ছে।
ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, অশ্বিন/জাডেজা, জসপ্রীত বুমরা, সিরাজ/আকাশ দীপ, হর্ষিত রানা/প্রসিধ কৃষ্ণ
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: উসমান খোয়াজা, নাথান ম্যাকসোয়েনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান লিয়ঁ, জশ হ্যাজলউড