Arjun Singh: মাথায় ফেজ টুপি পরে ঈদের নমাজে অর্জুন, কী দুয়া করলেন সাংসদ?

Arjun Singh: অর্জুন সিং বলেছেন, "আমাদের সমাজে আমরা সবাই একসঙ্গে থাকি। আজ ঈদ-উল-ফিতরের নমাজ সবাই হাতে হাত মিলিয়ে পড়েছেন। এরপর কুরবানি হবে। সবাই যাতে ভাল থাকেন, সুস্থ থাকেন, সেটাই দুয়া করি।"

Arjun Singh: মাথায় ফেজ টুপি পরে ঈদের নমাজে অর্জুন, কী দুয়া করলেন সাংসদ?
অর্জুন সিং
TV9 Bangla Digital

| Edited By: Soumya Saha

Jul 10, 2022 | 1:46 PM

ব্যারাকপুর : কিছুদিন আগেই ঘর ওয়াপসি করেছেন সাংসদ অর্জুন সিং। গেরুয়া জার্সি ছেড়ে সবুজ জার্সি পরেছেন। এবার ঈদ-উল-আযহা-এর নমাজেও সামিল হলেন অর্জুন সিং। টিটাগড় বাজার সংলগ্ন মসজিদে বিশেষ নমাজের ব্যবস্থা করা হয়েছিল। কোভিডের জন্য গত দুই বছর ধরে এত বড় করে ঈদ-উল-আজহা-এর উৎসব হয়নি করে ঈদ উতসব হয়নি এলাকায়। রবিবারের এই বিশেষ নমাজে হাজির ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং এবং অন্যান্যরা। অর্জুন সিং বলেছেন, “আমাদের সমাজে আমরা সবাই একসঙ্গে থাকি। আজ ঈদ-উল-আজহার নমাজ সবাই হাতে হাত মিলিয়ে পড়েছেন। এরপর কুরবানি হবে। সবাই যাতে ভাল থাকেন, সুস্থ থাকেন, সেটাই দুয়া করি।”

সাদা জামা, কালো প্যান্ট গায়ে ঈদের নমাজে গিয়েছিলেন সাংসদ অর্জুন সিং। মাথায় ছিল সাদ ফেজ টুপি। টিটাগড়ের ওই মসজিদে নমাজে গিয়ে প্রত্যেককে আলিঙ্গন করেন অর্জুন সিং সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষদের আলিঙ্গন করেন ব্যারাকপুরের সাংসদ।

উল্লেখ্য, পাট শিল্পের বেহাল দশায় কেন্দ্রের দিকে অবহেলার আঙুল তুলে বিজেপি ছেড়েছেন অর্জুন সিং। ফিরে এসেছেন নিজের পুরনো দলে। কিন্তু সাংসদ পদ তিনি এখনও ছাড়েননি। ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় যথেষ্ট দাপট রয়েছে অর্জুন সিংয়ের। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, অর্জুন বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে পদ্ম শিবিরের সংগঠন অনেকটাই দুর্বল হয়েছে। বিজেপি নেতৃত্ব আবার সংগঠন দুর্বল হওয়ার কথা মানতে নারাজ। তাঁদের বক্তব্য, কোনও একজনের উপর বিজেপির সংগঠন নির্ভর করে না।

এই খবরটিও পড়ুন

এদিকে বিজেপি ছেড়ে পুরনো দলে ফেরার পরপরই মাথায় ফেজ টুপে পরে ঈদের নমাজে অর্জুন সিংয়ের অংশ নেওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। টিটগড়ের মতো ভাটপাড়া এলাকাতেও এদিন ঈদের উৎসব পালিত হল মহা ধুমধামে। টানা দুই বছর পর ঈদ উৎসবে সামিল হতে পেরে খুশি শিল্পাঞ্চলের মুসলিম সম্প্রদায়ের মানুষরাও। ঈদ উৎসব ঘিরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছিল।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla