North 24 Parganas: ‘পাশেই নতুন একটা ফ্ল্যাট হচ্ছিল, মনে হল ভারী কোনও জিনিস পড়ল…’, কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী তখন যেন ঘুমিয়ে রাস্তার ওপর…

North 24 Parganas: কয়েক বছর আগে ফ্ল্যাট কিনে মজুমদার পরিবার এসেছিল এই এলাকায়। মায়ের সঙ্গেই স্কুলে যেত পরস্মিতা। আপাত শান্ত স্বভাবেরই ছিল বলে জানাচ্ছেন প্রতিবেশীরা।

North 24 Parganas: 'পাশেই নতুন একটা ফ্ল্যাট হচ্ছিল, মনে হল ভারী কোনও জিনিস পড়ল...', কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী তখন যেন ঘুমিয়ে রাস্তার ওপর...
আত্মঘাতী ছাত্রী Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2024 | 3:50 PM

বারাকপুর:   ৪ তলার আবাসনের পাশেই তৈরি হচ্ছিল নতুন একটি আবাসন। কাজ চলছিল। তাই ভারী জিনিসপত্র পড়ার শব্দও দিবারাত্র শোনা যাচ্ছিল। সেরকমই একটি শব্দ শুনেছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রথমটায় বিশেষ আমল দেননি, পরে যখন গোঙানির শব্দ শুনতে পান… কাছে গিয়ে শিউরে ওঠেন তাঁরা।  মায়ের সঙ্গে বচসা করে অভিমানে চারতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছাত্রী। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিউ বারাকপুরের  এস এন ব্যানার্জি রোড এলাকায়। মৃত ছাত্রীর নাম পরস্মিতা মজুমদার।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন,  কয়েক বছর আগে ফ্ল্যাট কিনে মজুমদার পরিবার এসেছিল এই এলাকায়। মায়ের সঙ্গেই স্কুলে যেত পরস্মিতা। আপাত শান্ত স্বভাবেরই ছিল বলে জানাচ্ছেন প্রতিবেশীরা।

জানা যাচ্ছে, রবিবার রাতে মায়ের সঙ্গে বচসা হয় ওই ছাত্রীর। সোমবার সকালে আর পাঁচ দিনের মতো বাবা প্রদীপ মজুমদার কাজে চলে যান, দাদাও কলেজে বেরিয়ে যায়।  তারপরই ওই তরুণী নিজেদের ফ্ল্যাটের চারতলার ছাদে উঠে যায়। আচমকা বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে যান আবাসিকরা। তাঁরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন পরস্মিতা সেখান থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

দ্রুত তাঁকে উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিউ বারাকপুর থানার পুলিস গোটা ঘটনা খতিয়ে দেখছে। এক আবাসিক বলেন, “জোরে একটা আওয়াজ পাই। পাশে ফ্ল্যাট হচ্ছে তো, অনেক সময়েই জোরে কিছু পড়ে। আমার স্বামী গিয়ে দেখে, ও বলে মনে হয় এই ফ্ল্যাট থেকে কেউ ঝাঁপ দিয়েছে… তারপর দেখি ও। ওর মায়ের সঙ্গে স্কুলেই যেত।”