Jaundice in WB: কলের জল থেকেই ছড়াচ্ছে জন্ডিস! বাড়ছে আতঙ্ক
Jaundice: এলাকা মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেই পুরসভার ট্যাঙ্কে জলের দুর্গন্ধ। এই জল খেয়েই তাদের শরীর অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ আক্রান্ত পরিবারগুলির। পুরসভার পক্ষ থেকে এলাকার জল পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। গোটা অঞ্চলে ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষই জন্ডিসে আক্রান্ত।

কামারহাটি: বর্ষা শেষ হতেই বাড়ছে ভয়। ডেঙ্গি নয়, এবার জন্ডিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। জল থেকেই জন্ডিস ছড়াচ্ছে কি না, তা স্পষ্ট নয়। কীভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে, দুশ্চিন্তায় রয়েছেন এলাকার বাসিন্দারা।
কামারহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে হরিচরণ চ্যাটার্জি ট্রিট, যদুনাথ এম এম ফিডার রোড ও জয় কিষান রোড- এই গোটা অঞ্চল জুড়ে জন্ডিসে আক্রান্ত ৩০ জন। এলাকার মানুষজন জন্ডিসের ভয়ে রীতিমতো আতঙ্কিত। পুরসভার পক্ষ থেকে ওই ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সচেতন শিবির করা হয়েছে। এছাড়া তাৎক্ষণিক এলাকার বিভিন্ন জায়গায় পুরসভার পক্ষ থেকে জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে।
এলাকা মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেই পুরসভার ট্যাঙ্কে জলের দুর্গন্ধ। এই জল খেয়েই তাদের শরীর অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ আক্রান্ত পরিবারগুলির। পুরসভার পক্ষ থেকে এলাকার জল পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। গোটা অঞ্চলে ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষই জন্ডিসে আক্রান্ত। কিন্তু এলাকার মানুষের মধ্যে জল নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। এই জল থেকেই জন্ডিসের সম্ভাবনা আছে কিনা, এখন সেটাই খতিয়ে দেখার বিষয়।
