Panihati: মহিলা আয়াকে যৌন নির্যাতনের অভিযোগে বিজেপি নেতাকে গণপিটুনি, গ্রেফতার
Panihati: জানা গিয়েছে, আয়া সেন্টার থেকে বুক করে টালিগঞ্জের বাসিন্দা ওই মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসেন বিজেপি নেতা। অভিযোগ, বাড়িতে নিয়ে এসে তারপর থেকে সারারাত ধরে যৌন নির্যাতন করে হত বলে অভিযোগ।
উত্তর ২৪ পরগনা: পানিহাটিতে বাড়িতে আটকে এক মহিলা আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ। বিজেপি নেতাকে ধরে গণপিটুনি এলাকাবাসীর। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটি এলাকাতেই বাড়ি ওই বিজেপি নেতার। অভিযোগ, এক মহিলাকে আটকে রেখে তাঁর ওপর যৌন নির্যাতন চালিয়েছেন তিনি।জানা গিয়েছে, আয়া সেন্টার থেকে বুক করে টালিগঞ্জের বাসিন্দা ওই মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসেন বিজেপি নেতা। অভিযোগ, বাড়িতে নিয়ে এসে সারারাত ধরে ওই মহিলাকে যৌন নির্যাতন করেন।
ভোরবেলা ওই মহিলা কোনওমতে বাড়ি থেকে পালিয়ে এলাকার মানুষকে বিষয়টি জানান। তারপর এলাকার মানুষ হাতেনাতে ধরে ফেলেন বিজেপি নেতাকে। বিজেপি নেতা এলাকাবাসীর কাছ থেকে পালানোর চেষ্টা করলে রাস্তায় ফেলে ব্যাপক গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ঘোলা থানার পুলিশ। অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে নিয়ে যায় ঘোলা থানার পুলিশ।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)