Bhatpara Video: ভাটপাড়ায় হঠাৎ BJP কর্মীর গাড়ি লক্ষ্য করে পরপর গুলি, ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন
Bhatpara: সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা যাচ্ছে, গাড়ির মধ্যে বসে রয়েছেন এক বিজেপি কর্মী। সেই সময় দূর থেকে দাঁড়িয়ে কেউ বা কারা গাড়ির ভিতরে থাকা ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। যদিও, অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। আহত বিজেপি কর্মী এই মুহূর্তে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি।
সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা যাচ্ছে, গাড়ির মধ্যে বসে রয়েছেন এক বিজেপি কর্মী। সেই সময় দূর থেকে দাঁড়িয়ে কেউ বা কারা গাড়ির ভিতরে থাকা ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। যদিও, অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। আহত বিজেপি কর্মী এই মুহূর্তে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি।
ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, “গাড়ি নিয়ে কাঁকিনাড়া থেকে বেরিয়েছে। সেই সময় সোমনাথ শ্যাম ও তরুণ সাউ তাঁদের নির্দেশে এই গুলি চালানো হয়েছে। চালকের মাথার পাশ দিয়ে গুলি চালিয়ে বেরিয়ে গিয়েছে।” পাল্টা এর প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “কেউ মারা গেলেই বিজেপি কর্মী হয়ে যায়। সাধারণ মানুষকে বিজেপি মারছে। ওরাই অরাজকতা করছে। এখানে বিজেপি নেই দেখুন বাজার হাট সব খোলা রয়েছে। জোর করে মানুষকে আটকানো যায় না। স্বতঃস্ফূর্ত ভাবে মানুষকে পাশে পাওয়া যায় না।”