Pujoy Pulse 2025: তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোলে পুজোর আমেজ, পানিহাটিতে ট্যাবলো ঘিরে উন্মাদনা
Pujoy Pulse 2025: গত ২ বছর পুজোয় পালসের অভূতপূর্ব সাফল্যের পর এবার সিজন থ্রি। তৃতীয় পর্বে একেবারে নতুন রূপে। এবারের থিম গোল-কা-মোল, গোলের মূল্য। পথচলতি মানুষজন নিজের গন্তব্যে যাওয়ার পথে পুজোয় পালসের ট্যাবলোর কাছে দাঁড়িয়ে পড়ছেন।

পানিহাটি: বাংলার আকাশে-বাতাসে পুজোর গন্ধ। বছরভর প্রতীক্ষার অবসানের আর কয়েকটা দিন। পুজো শুরুর আগেই বাঙালির মনে পুজোর আমেজ এনে দিতে গত তিনবছর ধরে অভিনব উদ্যোগ নিয়েছে পালস ক্যান্ডি ও টিভি৯ বাংলা। গত ২ বছরের মতো এবারও রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে ‘পুজোয় পালস’-র ট্যাবলো। আর সেই ট্যাবলো ঘিরে মানুষের উন্মাদনাও চোখে পড়ার মতো। এবার পালসের ট্যাবলো পৌঁছে গেল উত্তর ২৪ পরগনার পানিহাটিতে।
একদিকে ঢাকের আওয়াজ। তার সঙ্গে তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোল। সেই স্বাদ নিতে পানিহাটিতে পালসের ট্যাবলো ঘিরে ভিড় করলেন আট থেকে আশি। স্কুল পড়ুয়া থেকে অফিসযাত্রী তরুণী, পালসের ট্যাবলো ঘিরে উন্মাদনা দেখা গেল। তেঁতুলের স্বাদে ভরা পালস ফিরিয়ে আনল অতীতের টক মিষ্টি স্মৃতি।
গত ২ বছর পুজোয় পালসের অভূতপূর্ব সাফল্যের পর এবার সিজন থ্রি। তৃতীয় পর্বে একেবারে নতুন রূপে। এবারের থিম গোল-কা-মোল, গোলের মূল্য। পথচলতি মানুষজন নিজের গন্তব্যে যাওয়ার পথে পুজোয় পালসের ট্যাবলোর কাছে দাঁড়িয়ে পড়ছেন। আর পালস গোলমোল খেয়ে তাঁরা বলছেন, “পালস গোলমোলের কোনও তুলনা হয় না। পুজো শুরুর আমেজ এনে দিচ্ছে।” ছোট থেকে বড় সবাই খুশি পালস গোলমোল খেয়ে। এই উদ্যোগের জন্য টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডিকে ধন্যবাদ জানালেন সবাই।
