RG Kar: মুখ্যমন্ত্রীর এত তাড়াহুড়ো কেন! উনি তো খেলা করেন, খেলাই করছেন: তিলোত্তমার বাবা
RG Kar: সুপ্রিম কোর্টে তিলোত্তমার বাবা-মা'র করা মামলা মেনশন করা হয়েছে। আজ, বুধবার শুনানির আর্জি জানানো হয়েছিল। তবে, আগামী ২৯ জানুয়ারি শুনানি হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
পানিহাটি: ‘খেলা হচ্ছে, ৯ অগস্ট থেকে শুধু খেলাই হচ্ছে।’ রাজ্য সরকার আর প্রশাসন সম্পর্কে এমনই প্রতিক্রিয়া দিলেন তিলোত্তমার বাবা-মা। ৫ মাস পর আরজি কর মামলার রায় বেরলেও তাতে তুষ্ট নন মৃত তরুণী চিকিৎসকের বাবা-মা। রায় বেরনোর আগেই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তাঁরা। অন্যদিকে, আরজি কর কাণ্ডে অপরাধী সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা করেছে রাজ্য সরকার। সেই মামলাকে ‘ভোট গেম’ বলেই উল্লেখ করলেন তিলোত্তমার বাবা।
হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে রাজ্যের তরফে একটি মামলা করা হয়েছে। বুধবার বিচারপতি প্রশ্ন তুলেছেন, পরিবারের তরফে সম্মতি ছাড়া রাজ্য়ের এই মামলা করার অনুমতি আছে কি না। তাঁরা সম্মতি দেবেন কি না, এই প্রশ্ন করায় তিলোত্তমার বাবা বলেন, “আমরা কী করব, সেটা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।”
এই মামলা করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেই মতো হাইকোর্টে মামলা হয়। সেই মামলা প্রসঙ্গে তিলোত্তমার বাবা বলেন, “এত সক্রিয়তাই বা কেন! রায়ের কপি পড়ে উঠতে পারলাম না, ওঁরা মামলা করে দিলেন! এক মাস তো সময় ছিল। মুখ্যমন্ত্রী গেম খেলছেন বলেও মন্তব্য করেন তিনি। বলেন, উনি তো বলেন খেলা হবে, সবসময় খেলা করছেন। এটাও খেলা। মুখ্যমন্ত্রী অতি সক্রিয়তা দেখিয়েছেন। এটা একটা ভোট গেম তো বটেই।” তিলোত্তমার বাবার দাবি, সঞ্জয়ের ফাঁসির সাজা না হওয়ায় জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা কাজে লাগাতে চাইছেন মমতা।
সঞ্জয়ের কী হল, তা নিয়ে আপাতত চিন্তিত নন তিলোত্তমার বাবা-মা। তাঁদের দাবি, আর কেউ যুক্ত থাকলে, তাদের নাম যাতে সামনে আসে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে তাঁদের মামলা মেনশন করা হয়েছে। আজ, বুধবার শুনানির আর্জি জানানো হয়েছিল। তবে, আগামী ২৯ জানুয়ারি শুনানি হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।