Sandeshkhali: মিলিটারি-পুলিশের ভ্যানে ঢুকছেন জওয়ানরা, সরবেরিয়া ঘিরতে শুরু করছে CRPF!

Sandeshkhali: তবে শাহ জাহানের বাড়ির আশপাশের এলাকা, অর্থাৎ যে জায়গায় আক্রান্ত হতে হয়েছে ইডি আধিকারিক ও সেন্ট্রাল ফোর্সকে, সেখানে এখনও ঢুকতে পারেননি জওয়ানরা। পরবর্তী নির্দেশের অপেক্ষা করছেন তাঁরা। শাহজাহানের বাড়িতে এদিনই আবার তল্লাশি অভিযান চলবে কিনা, সে বিষয়েও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি ইডি।

Sandeshkhali:  মিলিটারি-পুলিশের ভ্যানে ঢুকছেন জওয়ানরা, সরবেরিয়া ঘিরতে শুরু করছে CRPF!
গ্রামে ঢুকছে মিলিটারি-পুলিশের ভ্যানImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2024 | 12:40 PM

সন্দেশখালি: সরবেরিয়া গ্রামে ঢুকতে শুরু করলেন  সিআরপিএফ জওয়ানরা। পুলিশের এক বড় ভ্যান করে সিআরপিএফ জওয়ানরা এলেন। সরবেরিয়া থেকে ২০ কিলোমিটার দূরে আরও বাহিনী বাড়ানো হল। আরও একটি মিলিটারি ভ্যানে করে এলেন সিআরপিএফ জওয়ানরা। হাইওয়ের ওপরেই দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছেন তাঁরা। এদিন সরবেরিয়াতেই গায়ে হাত পড়েেছে সিআরপিএফ জওয়ানদের। কলা বাগান দিয়ে রীতিমতো দৌড় করানো হয়েছে। গায়ে পড়েছে উন্মত্ত জনতার কিল, চড়, ঘুষি। ঘটনাস্থল পরিদর্শন করছেন অ্যাসিস্ট্যান্ট কম্যান্টান্ট।

তবে শাহ জাহানের বাড়ির আশপাশের এলাকা, অর্থাৎ যে জায়গায় আক্রান্ত হতে হয়েছে ইডি আধিকারিক ও সেন্ট্রাল ফোর্সকে, সেখানে এখনও ঢুকতে পারেননি জওয়ানরা। পরবর্তী নির্দেশের অপেক্ষা করছেন তাঁরা। শাহজাহানের বাড়িতে এদিনই আবার তল্লাশি অভিযান চলবে কিনা, সে বিষয়েও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি ইডি।

প্রসঙ্গত, শুক্রবার সকালে সরবেরিয়ায় তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন দুই আধিকারিক। কোনওক্রমে দৌড়ে প্রাণে বেঁচেছেন কেন্দ্রীয় গোয়েন্দা ও আধিকারিকরা। পরে হাইওয়ের ধার থেকে বাইক-অটোয় লিফট নিয়ে গ্রাম থেকে বেরিয়ে আসেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, সল্টলেকে চিকিৎসাধীন দুই আধিকারিকরা। সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে গোটা বিষয়টি জানাতে চলেছে CRPF। স্থানীয় থানায় অভিযোগও দায়ের করতে চলেছে CRPF। আর সদর দফতরে জানাতে চলেছে ইডিও।