Sandeshkhali: সিভিকের ঘরে লুকিয়ে পদত্যাগের ইচ্ছা অজিতের, পার্থ বললেন, ‘আগেই সরানো হয়েছে’

Aritra Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 25, 2024 | 3:55 PM

Sandeshkhali: এরই মধ্যে জানা গেল এলাকার এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে লুকিয়ে অজিত। সাংবাদিকদের বললেন, "২০১৯ এ বিজেপি করতাম। তখন শাসকদলের লোকজন মারধর করে তৃণমূলে যোগদান করতে বাধ্য করে। তৃণমূলের সিরাজের সঙ্গে থাকা ভুল হয়েছে।" এ দিকে, অজিত ইচ্ছা প্রকাশ করতেই রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বললেন, "ওকে আগেই সরানো হয়েছে।"

Sandeshkhali: সিভিকের ঘরে লুকিয়ে পদত্যাগের ইচ্ছা অজিতের, পার্থ বললেন, আগেই সরানো হয়েছে
অজিত মাইতি ও পার্থ ভৌমিক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বেড়মজুর: ফুঁসছে সন্দেশখালি। পথে নেমেছেন সন্দেশখালির বেড়মজুরের মহিলারা। তৃণমূল অঞ্চল সভাপতি অজিতকে খুঁজে বের করতে হবে দাবি সকলের। এরই মধ্যে জানা গেল এলাকার এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে লুকিয়ে অজিত। সাংবাদিকদের মুখোমুখি বললেন, “২০১৯ এ বিজেপি করতাম। তখন শাসকদলের লোকজন মারধর করে শাসকদলে যোগদান করতে বাধ্য করা হয়। তৃণমূলের সিরাজের সঙ্গে থাকা ভুল হয়েছে।” এ দিকে, অজিত ইচ্ছা প্রকাশ করতেই রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বললেন, “ওকে আগেই সরানো হয়েছে।”

উল্লেখ্য, জমি দখল সহ একাধিক অভিযোগ তুলেছেন বেড়মজুরের মহিলারা। এর আগে এই অজিতেরই বাড়ি ভাঙচুর করা হয়েছিল। এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, “গ্রামবাসীরা আমায় যদি জানাতেন সমস্যার সমাধান করতাম। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে জানাত। আমি তো তৃণমূলের দলের সঙ্গে যুক্ত ৩ বছর।”

অজিত দাবি করেছেন, “আমি ২০১৯ সালে বিজেপি করতাম। এরপর এই জায়গা তৃণমূলের হাত ছাড়া হতেই ওরা আমায় ডেকে মারধর করে। মেরে ধরে (শ্যাম সুন্দর, হলধর সর্দার) আমাকে তৃণমূলে যোগদান করিয়েছে। এগুলো আমি মন্ত্রীদের জানাতে পারিনি।” সঙ্গে এও বলেছেন, “এমনকী শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের নেতৃত্বে আমায় মেরে ধরে তৃণমূলে নিয়ে আসে।” তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন অজিত। বলেন, “আমি সিরাজউদ্দিনের হয়ে জমি দখলের কাজ করিনি। আমি যদি দুর্নীতি করি নিজের পদ থেকে পদত্যাগ করব।” সঙ্গে এও বললেন, “আমি এখন দেখতে পাচ্ছি তৃণমূল আর সিরাজের সঙ্গে থাকাটা আমার ভুল হয়েছে।”

এ দিকে, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “অজিত মাইতিকে আগেই সরিয়ে দিয়েছি। উনি কোনও কালেই অঞ্চল সভাপতি ছিলেন না। জয়েন্ট কনভেনর তো আগেই জানালাম হলধর ও শক্তিদা। কেউ অন্যায় করলে সে শাস্তি পাবে।”

 

Next Article
Sandeshkhali: কাঁদছে সন্দেশখালি, কীর্তন করছে তৃণমূল
Sandeshkhali: অজিত মাইতিকে উদ্ধার করতে গ্রামে ডিআইজি-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী, বিক্ষোভ মহিলাদের