Madan Mitra: ‘শ্রীকৃষ্ণকে যেমন সবাই দুধ দিয়ে স্নান করায় তেমনই…’, মদনের জন্মদিন পালন নিয়ে ‘বিতর্ক’
Madan Mitra: জানা যাচ্ছে, একশো লিটার দুধ ঢালা হয়েছে মদন মিত্রর কাটআউটে। তারপর কাটা হয় কেক। এরপর মিষ্টি মুখ করিয়ে ঘটা করে জন্মদিন পালন করেন মদনের ভক্তরা। এ প্রসঙ্গে মদন মিত্রর অনুগামী সন্দীপ দাস বলেন, "দাদা আমাদের কাছে ভগবান তুল্য। শ্রীকৃষ্ণকে যেমন সবাই দুধ দিয়ে স্নান করায় তেমনই আমরা দাদাকেও দুধ দিয়ে স্নান করিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করলাম।"
কামারহাটি: তেরঙ্গা রঙের বেদি। নিশ্চই ভাবছেন সেখানে রয়েছে দেশের পতাকা। কিন্তু না। সেখানে রয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের কাটআউট। সেই কাটআউট স্নান করানো হল দুধ দিয়ে। কেন? কারণ, মঙ্গলবার ছিল কামারহাটির বিধায়কের জন্মদিন। সেই উপলক্ষেই মদনের কাটআউটে দুধ ঢেলে পুজো করেলেন অনুগামীরা। তবে এই দুধ ঢালা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের প্রশ্ন, এভাবে দুধ নষ্ট করার কি প্রয়োজন ছিল?
জানা যাচ্ছে, একশো লিটার দুধ ঢালা হয়েছে মদন মিত্রর কাটআউটে। তারপর কাটা হয় কেক। এরপর মিষ্টি মুখ করিয়ে ঘটা করে জন্মদিন পালন করেন মদনের ভক্তরা। এ প্রসঙ্গে মদন মিত্রর অনুগামী সন্দীপ দাস বলেন, “দাদা আমাদের কাছে ভগবান তুল্য। শ্রীকৃষ্ণকে যেমন সবাই দুধ দিয়ে স্নান করায় তেমনই আমরা দাদাকেও দুধ দিয়ে স্নান করিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করলাম। কেকও কেটেছি আমরা। তারপর সেই কেক বাচ্চাদের খাওয়ানো হয়েছে। ওরা খুব খুশি। এছাড়াও মিষ্টি আনা হয়েছে। সবার জন্য।”
অপরদিকে, দুধ ঢেলে জন্মদিন পালনের বিষয়টিকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, “আসলে মদনদা পাপ ধোয়ার চেষ্টা করছে। উনি ভাবছেন দুধ দিয়ে স্নান করলে পাপ ধুয়ে যায়। কামারহাটির মানুষের উপর অত্যাচার চলছে। ডানদিকে মদন মিত্র, বাঁদিকেও মদন মিত্র। যেই লুট করবে মদন মিত্রকে কমিশন দিতে হবে। এই কমিশনের মধ্যে দুধও এসেছে। ওঁর দীর্ঘায়ু হোক। তবে দুধ নষ্ট না করলেই হতো।”