Sujan Chakraborty: ‘আমার সংসারটা শেষ করে দিচ্ছে’, ডুকরে কান্না এজেন্টের স্ত্রী’র, গলা ধরে এল সুজনের

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 01, 2024 | 11:26 AM

Sujan Chakraborty: খড়দহ বিধানসভা এলাকার মুড়াগাছার ঘটনা। সিপিএমের এজেন্ট রিন্টু কুরিকে বাড়ি থেকে বেরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এজেন্টের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, "আমার সংসারটা শেষ করে দিচ্ছে।"

Sujan Chakraborty: আমার সংসারটা শেষ করে দিচ্ছে, ডুকরে কান্না এজেন্টের স্ত্রীর, গলা ধরে এল সুজনের
এজেন্টের স্ত্রীকে বাড়ি পৌঁছে দিচ্ছেন সুজন
Image Credit source: TV9 Bangla

Follow Us

খড়দহ: শেষ দফায় বিক্ষিপ্ত অশান্তি আর উত্তেজনার ছবি আসছে রাজ্যের ৯ কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে। এরই মধ্যে হুমকির মুখে আতঙ্কিত সিপিএম এজেন্টের পরিবারকে আশ্বস্ত করতে ছুটলেন দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। অভিযোগ, সকাল থেকে হুমকি দিয়ে বাড়িতে আটকে রাখা হয়েছে সিপিএমের এজেন্টকে। ‘গুলি করে মারব’, বলে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। বাড়িতে ছিলেন অসুস্থ বাবা ও স্ত্রী। রাস্তায় বলে হাউ হাউ করে কেঁদে ফেলেন স্ত্রী। খবর পেয়েই ছুটে যান সুজন চক্রবর্তী।

খড়দহ বিধানসভা এলাকার মুড়াগাছার ঘটনা। সিপিএমের এজেন্ট রিন্টু কুরিকে বাড়ি থেকে বেরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এজেন্টের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, “আমার সংসারটা শেষ করে দিচ্ছে। আমার স্বামীকে গুলি করে মারবে বলছে। ওকে বেরতে দিচ্ছে না।” জেলা পরিষদের সদস্যা সোমা ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।

সুজন চক্রবর্তী তাঁকে গিয়ে আশ্বস্ত করেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুজন বলেন, “ওকে বেরতে দিচ্ছে না। ওর বাড়িতে অসুস্থ বাবা। এগুলো ভাল লাগেনা।” বলতে গিয়ে গলা ধরে আসে সুজনের। তিনি আরও বলেন, এত বাড়াবাড়ি করা ভাল নয়। এমন করলে কেউ শান্তি পাবে না। পরে এজেন্টের স্ত্রীকে হাত ধরে বাড়িতে পৌঁছে দেন তিনি। এজেন্টের বাবার হাত ধরে আশ্বস্ত করেন ও নিজে এজেন্টকে নিয়ে যান বুথে।

এদিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী। একটি বুথে তাঁকে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছে।

Next Article
Baranagar Bypoll: ‘আমি সৌগত রায়ের এজেন্ট’, যেই না কার্ড দেখতে চেয়েছে সাংবাদিকরা অমনি পাশের দরজা থেকে ‘হাওয়া’
Last Phase Election: ‘মেরে ফেলবে ওরা…বাঁচান আমাকে’, নেতার পা জড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন ভোটার