Titagarh Crime: মেলায় গিয়েছিল বলে বের হয়, পাড়ার লোকের থেকে বাড়ির ছেলের খবর শুনে স্থবির বাবা-মা
Titagarh Crime: সেলিমের বাবা সমর এলাকার ব্যবসায়ী। অভিযোগ, কিছুদিন আগেই অভিযুক্ত যুবকরা তাঁদের কাছে লক্ষাধিক টাকার তোলা চেয়েছিল।
টিটাগড়: ঈদের মেলায় গিয়েছিলেন ছেলে। বাড়িতে তেমনটাই বলে গিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়িতে ফেরেননি ছেলে। শুরু হয় খোঁজ। খোঁজ করতেই খবর মেলে বাড়ির অদূরেই রাস্তার ধারে মুখ থুবড়ে উল্টে পড়ে রয়েছে ছেলেটার শরীর। পাশে চাপ চাপ রক্ত। শরীরে বুলেটের চিহ্ন। টিটাগড়ে ফের চলল গুলি। এক যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল টিটাগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। টিটাগড় স্টেশনের ১০ নম্বর রেলগেটের কাছে মাজার এলাকা থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। মৃতের নাম সেলিম সাহাজি (২০)। তাঁর বাবা এই ঘটনায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ইসমাইল, সোনু ও মনু নামে তিন জনের বিরুদ্ধে টিটাগড় থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন তিনি।
সেলিমের বাবা সমর এলাকার ব্যবসায়ী। অভিযোগ, কিছুদিন আগেই অভিযুক্ত যুবকরা তাঁদের কাছে লক্ষাধিক টাকার তোলা চেয়েছিল। কিন্তু সেই টাকা দিতে রাজি হননি তাঁরা। তাই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা হয়েছিল। সেই থেকেই তিন যুবকের বিরুদ্ধে সন্দেহ বাড়ছে।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, সেলিম বৃহস্পতিবার সন্ধ্যায় মেলায় গিয়েছিলেন। ফিরছিলেন না বলে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। তখনই স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর মেলে এক যুবকের দেহ মিলেছে। পরিবারের সদস্যরা যতক্ষণে ঘটনাস্থলে যান, ততক্ষণে সেখানে পৌঁছে যায় পুলিশ। সেলিমের গুলিবিদ্ধ শরীর উদ্ধার করে স্থানীয় বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যরা গিয়ে সেলিমকে শনাক্ত করেন। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, গুলি করেই খুন করা হয়েছে সেলিমকে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সেলিমের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তিন জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তারা পলাতক বলে পুলিশ জানিয়েছে।