Sandeshkhali: দশমীর বিকেলে হঠাৎ টর্নেডো, উড়ল ছাদ, পরপর ভাঙল শতাধিক বাড়ি
Sandeshkhali: তিন দিন ধরে চলবে ভারী বৃষ্টি। এরই মধ্যে সব তছনছ করে দিল টর্নেডো। দশমীর বিকেলে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে আচমকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হল কয়েক'শ বাড়ি। আহত অন্তত ৬ জন। বিদ্যুতের ১৫-২০টি খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এলাকায়।

সন্দেশখালি: ঝড়-বৃষ্টির বিপদ সঙ্কেত আগেই দিয়েছে হাওয়া অফিস। গভীর নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিন দিন ধরে চলবে ভারী বৃষ্টি। এরই মধ্যে সব তছনছ করে দিল টর্নেডো। দশমীর বিকেলে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে আচমকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হল কয়েক’শ বাড়ি। আহত অন্তত ৬ জন। বিদ্যুতের ১৫-২০টি খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এলাকায়।
সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় দশমীর বিকেলে হঠাৎ টর্নেডো শুরু হয়। আর সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় শতাধিক বাড়ি। প্রায় ১৫-২০টি ইলেকট্রিকের খুঁটি ও বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই ঝড়ের খবর পাওয়া মাত্রই ওই এলাকায় যান সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো ও সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেনের প্রতিনিধিরা।
ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে উপযুক্ত ত্রাণ পাঠানোর কাজ শুরু হয়েছে বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে ইতিমধ্যে এলাকায় বেশ কিছু মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে চাপা পড়ে যাওয়া এক মহিলা ও এক ব্যক্তিকে উদ্ধার করে তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন বিধায়ক সুকুমার মাহাতো। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, তার কাজ শুরু করেছেন বিধায়ক সুকুমার মাহাতো।
