Bangladeshi Arrested: চাপ বুঝে পালানোর ছক, তার আগেই পুলিশের জালে ১৭ বাংলাদেশি
Bangladeshi: এদিন তেতুলিয়া বাসস্ট্য়ান্ড থেকে অটোতে ওঠার চেষ্টা করছিল দলটি। গোপন সূত্রে সেই খবর পেয়ে যায় পুলিশ। জানতে পারে আসল পরিচয় সম্পর্কেও। তখনই পাকড়াও করে পুলিশ। চলে একটানা জিজ্ঞাসাবাদ। তারপরই গ্রেফতার করে পুলিশ।

স্বরূপনগর: ফের বাংলাদেশি গ্রেফতার। এবার সীমান্তে পুলিশের জালে মহিলা, পুরুষ ও শিশু-সহ মোট ১৭ জন। অভিযোগ প্রায় তিন বছর ধরে অবৈধভাবেই ভারতে থাকছিল প্রত্যেকেই। ছিল না কোন বৈধ পরিচয়পত্র। এবার পুলিশ ধরতেই এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার তেতুলিয়ায়। শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
এদিন তেতুলিয়া বাসস্ট্য়ান্ড থেকে অটোতে ওঠার চেষ্টা করছিল দলটি। গোপন সূত্রে সেই খবর পেয়ে যায় পুলিশ। জানতে পারে আসল পরিচয় সম্পর্কেও। তখনই পাকড়াও করে পুলিশ। চলে একটানা জিজ্ঞাসাবাদ। সেখানেই তাঁদের বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। তারপরই গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ৬ জন মহিলা, ৫ জন পুরুষ সহ ৬ জন শিশুও রয়েছে বলে জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে খবর, তিন বছর আগেই এদের মধ্যে বেশ কয়েকজন অবৈধভাবে ভারতে ঢোকে। তারপর দফায় দফায় চলেছে অনুপ্রবেশ। অভিযোগ, ভারতে ঢোকার পর আত্মগোপন করে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল। এদিকে এরইমধ্যে বাংলাদেশি সন্দেহে এপারে ধরপাকড় বেড়ে যাওয়ার পরে চিন্তা বেড়ে যায় তাদের মধ্যে। ফলে ফের বাংলাদেশে ফিরে যাওয়ার ছক করে। সে কারণেই এদিন তেতুলিয়া বাসস্ট্য়ান্ড থেকে অটো ধরার চেষ্টা করে। কিন্তু সেই প্ল্যানে জল ঢেলে দেয় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বাসস্ট্যান্ড থেকেও পাকড়াও করা হয়। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ যদিও তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জেরা করতে চাইছে। এদের সঙ্গে আরও কোনও বাংলাদেশি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
