TMC: বাড়ির পাশে দলের বিজয়া সম্মিলনীতে গরহাজির MLA, গোষ্ঠী কোন্দলের জের, খোঁচা বিজেপির

TMC: বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম। এদিন রফিকুলের নিজের বুথ এলাকায় তথা একেবারে বাড়ির পাশে মুরারিশা চৌমাথায় বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল তৃণমূল। সেখানে অন্যান্য এলাকার বিধায়কেরা হাজির থাকলেও দেখা মেলেনি রফিকুলের।

TMC: বাড়ির পাশে দলের বিজয়া সম্মিলনীতে গরহাজির MLA, গোষ্ঠী কোন্দলের জের, খোঁচা বিজেপির
চাপানউতোর জেলার রাজনৈতিক মহলে Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2024 | 8:23 PM

বসিরহাট: নিজের বিধানসভা এলাকা, নিজের বুথ, নিজের বাড়ির পাশে হচ্ছে দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। কিন্তু দেখা মিলল না খোদ বিধায়কের। দলে গোষ্ঠী কোন্দলের জেরেই হাজির হতে দেখা যায়নি এমএলএ-কে। বিতর্কের মধ্যেই এ ভাষাতে কটাক্ষ বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর জেলার রাজনৈতিক মহলে। 

এদিন এ ছবি দেখা গিয়েছে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের মুরারিশাহা চৌমাথা এলাকায়। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম। এদিন রফিকুলের নিজের বুথ এলাকায় তথা একেবারে বাড়ির পাশে মুরারিশা চৌমাথায় বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল তৃণমূল। সেখানে অন্যান্য এলাকার বিধায়কেরা হাজির থাকলেও দেখা মেলেনি রফিকুলের। তা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। 

এদিকে অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্রে তাঁর নাম রয়েছেন। সূত্রের খবর, তিনি যাতে অনুষ্ঠানে আসেন সেই অনুরোধ করেছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও। কিন্তু তারপরেও কেন তিনি এলেন না তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ব্লক সভাপতি এসকেন্দার গাজি তো বলেই দিলেন, ওনাকে নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু কেন তিনি এলেন না বলতে পারব না। তবে এ বিষয়ে রফিকুলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফোন যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সুযোগ পেয়ে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম শিবির। বসিরহাট জেলা বিজেপির যুব নেতা দ্বীপায়ন চক্রবর্তী বলেন, “জনগণ তো ওনাকে এমনিই দেখতে পায় না। কিন্তু এখন দলের গোষ্ঠী কোন্দলের কারণেই তিনি অনুষ্ঠানে যেতে পারলেন না।”