Group C : চাকরি বাতিলের তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ে
Group C : অস্বস্তিতে মিনাখাঁর তৃণমূলের বিধায়ক ঊষারানি মন্ডল। চাকরি বাতিলের তালিকায় ১৪১ নম্বরে নাম রয়েছে তাঁর মেয়ে বিনতা মণ্ডলের।
মিনাখাঁ : হাইকোর্টের (Calcutta High Court) এক নির্দেশেই কাজ গিয়েছে ৮৪২ গ্রুপ সি (Group C) কর্মীর। চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে শালবনীর বিধায়ক তথা ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর। চাকরি গিয়েছে ডায়মন্ড হারবার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দলের ডায়মন্ড হারবার টাউন সভাপতি অমিত সাহার। এই তালিকাতে নাম রয়েছে বসিরহাটের (Basirhat) মিনাখাঁর তৃণমূলের বিধায়ক ঊষারানি মণ্ডলের মেয়ে বিনতা মণ্ডলের। চাকরি বাতিলের নামের তালিকায় তাঁর নাম এসেছে ১৪১ নম্বরে।
সূত্রের খবর, ২০১৮ সালে গ্রুপ-সি এর চাকরি পেয়েছিলেন বিনতা। বেলঘড়িয়া নন্দন নগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে এতদিন কাজ করছিলেন তিনি। এদিকে চাকরি বাতিলের তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ের নাম আসায় অস্বস্তি বেড়েছে শাসক তৃণমূলের। ইতিমধ্যে এ নিয়ে আসরে নেমে পড়েছে সিপিএম। মিনাখাঁর সিপিএম নেতা প্রদ্যুৎ রায় বলেন, “রাজ্য সরকার চাকরির সুরক্ষা দিতে পারছে না, কৃষকদের আয়ের সঠিক ব্যবস্থা করতে পারছে না। তৃণমূলের নাম জড়িয়ে গিয়েছে দুর্নীতিতে। ক্ষমতার অপব্যবহার করে কোথাও মেয়ে, কোথাও ছেলে, আবার কোথাও নিজের আত্মীয়দের ক্ষমতা বলে চাকরি দিয়েছেন নেতা মন্ত্রীরা। আমরা কোন রাজত্বে বাস করছি তারই ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছে।”
যদিও এই নিয়ে বিধায়ক ঊষারানি মণ্ডল মুখে কুলুপ এটেছেন। বিনতা এখন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে শ্বশুরবাড়িতে থাকেন। তৃণমূলের হাড়োয়া দু’নম্বর ব্লক সভাপতি ফরিদ জমাদার বলেন, “বিধায়ক তার ক্ষমতা বলে যা করেছেন, কি করে চাকরি দিয়েছেন সেটা ওনার ব্যাপার। তৃণমূল কংগ্রেস এর জন্য দায়ী নয়। পুরো তৃণমূল দলকে দুর্নীতির আখ্যা দিয়ে কালিমালিপ্ত করা যাবে না।”